Ragging: ব়্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়া, ক্ষতিগ্রস্ত কিডনি ও লিভার, চলছে চারবেলা ডায়ালিসিস
নির্যাতিত পড়ুয়ার বাবা জানিয়েছেন, শুধু তাঁর ছেলেই নয়, মেডিক্যাল কলেজের বহু ছাত্র এই ব়্যাগিংয়ের শিকার। তাঁর অভিযোগ,দ্বিতীয় বর্ষের ৪০-৫০ জন ছাত্র মিলে জুনিয়রদের ব়্যাগিং করেন।
নয়াদিল্লিঃ ব়্যাগিংয়ের (Ragging) অভিযোগে নাম জড়াল রাজস্থানের (Rajasthan) দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের। অভিযোগ,এমবিবিএস (MBBS)-এর প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিং করা হয়েছে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত পড়ুয়ার কিডনি (Kidney)এবং লিভার (Liver)। পুলিশ জানিয়েছে, মে মাসের ১৫ তারিখ এই পড়ুয়াকে এক পাহাড়ের কাছে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তপ্ত রোদে তাঁকে তিনশোর বেশি ওঠ-বোস করতে বাধ্য করা হয়। ভয়ে ওঠ-বোস করেন ওই পড়ুয়া। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গুজরাটের এক বেসরকারি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করে জানা যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে কিডনি ও লিভার। বর্তমানে দিনে চারবার ডায়ালিসিস চলছে ওই পড়ুয়ার। এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এস বালা মারগুনাভেলু। কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে দ্বিতীয় বর্ষের সাতজন শিক্ষার্থীকে। দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের অ্যান্টি ব়্যাগিং কমিটি গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। নির্যাতিত পড়ুয়ার বাবা জানিয়েছেন, শুধু তাঁর ছেলেই নয়, মেডিক্যাল কলেজের বহু ছাত্র এই ব়্যাগিংয়ের শিকার। তাঁর অভিযোগ,দ্বিতীয় বর্ষের ৪০-৫০ জন ছাত্র মিলে জুনিয়রদের ব়্যাগিং করেন। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন আরও চার পড়ুয়া। হাসপাতালে ভর্তি তাঁরা।