R.G. Kar Hospital: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ, জানাল সুপ্রিম কোর্ট

১৪ অগস্ট বহিরাগতদের হামলার পর চিকিৎসকদের সুরক্ষা প্রশ্ন তুলে দিয়েছিল অনেকটাই, সেই সুরক্ষা সুনিশ্চিত না হলে কাজে যোগ দেবে না বলে জানিয়েছিল চিকিৎসক-রা। এবার তাঁদের নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকারের পুলিশের হাত থেকে দায়িত্ব কেড়ে নিয়ে আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল সি আই এস এফ-কে

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। ফলে মিলছে না পর্যাপ্ত পরিষেবা। বাড়ছে উদ্বেগ। ১৪ অগস্ট বহিরাগতদের হামলার পর চিকিৎসকদের সুরক্ষা প্রশ্ন তুলে দিয়েছিল অনেকটাই, সেই সুরক্ষা সুনিশ্চিত না হলে কাজে যোগ দেবে না বলে জানিয়েছিল চিকিৎসক-রা। এবার তাঁদের নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকারের পুলিশের হাত থেকে দায়িত্ব কেড়ে নিয়ে আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল সি আই এস এফ-কে। ইতিমধ্যেই কর্ম বিরতি তুলে নেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ  জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখন দেখা যাক সুরক্ষা নিশ্চিত হলে কর্মবিরতি থেকে অব্যাহতি পাওয়া যায় কিনা.

আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এই আবহে আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি চলছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে মামলা সরেছে সুপ্রিম কোর্টে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

 



@endif