R G Kar Case: হাসপাতালে নিরাপত্তা নেই, এবার রাস্তায় বসেই রোগী দেখবেন AIIMS-এর চিকিৎসকেরা
সবদিক খতিয়ে দেখে চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার তা করবে এই কমিটি এমনটাই জানানো হয়েছে।
নয়াদিল্লিঃ চিকিৎসকদের(Doctors) নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কেন্দ্র(Central Government)। তবে তাতে সন্তুষ্ট নন চিকিৎসকরা। আর জি কর কাণ্ডের(R G Kar Case) প্রতিবাদে তাই এ বার রাস্তায় বসেই রোগী দেখার সিদ্ধান্ত নিলেন অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS) এবং দিল্লির(Delhi) অন্যান্য হাসপাতালের চিকিৎসকরা। কেন্দ্রীয় সরকারের থেকে সদর্থক উত্তর না মেলায় এই পথ বেছে নিয়েছেন তাঁরা। স্বাস্থ্য মন্ত্রকের বাইরে বসেই রোগী দেখবেন তাঁরা, এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অল ইন্ডিয়া রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, রাস্তায় ওপিডি পরিষেবার মাধ্যমেই আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানানো হবে। দিল্লির নির্মাণ ভবন অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রকের অফিসের বাইরে বসে আগামী ১৯ আগস্ট পর্যন্ত রোগীদের ওপিডি পরিষেবা দেওয়া হবে। যতদিন না তাঁদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে ইলেকটিভ ওপিডি ওয়ার্ড এবং অপরেশন থিয়েটার। তবে জরুরি পরিষেবা আগের মতোই চালু থাকবে। প্রতিবাদী চিকিৎসকেরা সাফ জানিয়েছেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত না করলে কাজে যোগ দেবেন না তাঁরা। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে একটি কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে। সবদিক খতিয়ে দেখে চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার তা করবে এই কমিটি এমনটাই জানানো হয়েছে।