Pushkar Singh Dhami Mets Narendra Modi: মোদীর দরবারে বদ্রীনাথ ধামের প্রসাদ নিয়ে হাজির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

এই কয়েকদিন আগেই প্রাতঃভ্রমণে বেরিয়ে নৈনিতালে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ স্থাপন করেন ধামি। রাস্তার পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে চা বানান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শোনেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা।

নরেন্দ্র মোদীর দরবারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (ছবিঃNI)

নয়াদিল্লিঃ ১৮ তম লোকসভার (Lok Sabha)  অধিবেশনের দ্বিতীয় দিনকে ঘিরে যখন সরগরম দিল্লি, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)  বাড়িতে পৌঁছালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami)। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ফুলের তোড়া। শুধু তাই নয়, মহেষু দেবতা মন্দিরের একটি ছবি এবং বদ্রীনাথ ধামের প্রসাদও তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। সেই সঙ্গেই তাঁকে পথ দেখানোর আর্জি জানান মোদীর কাছে। তাঁদের এই সৌজন্য সাক্ষাতের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, মাঝেমধ্যেই জনসংযোগ করতে দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। এই কয়েকদিন আগেই প্রাতঃভ্রমণে বেরিয়ে নৈনিতালে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ স্থাপন করেন ধামি। রাস্তার পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে চা বানান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শোনেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা। এরপর একটি শিশু হাসপাতালে গিয়ে অসুস্থ শিশু ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এখানেই শেষ নয়, এরপর একটি ফুটবল মাঠে গিয়ে বাচ্চা এবং বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলল ফুটবল খেলেন। মাঝে মুখ্যমন্ত্রীকে হকি খেলতেও দেখা গিয়েছে।

দেখুন ছবিঃ 



@endif