Puri Jagannath Rath Yatra Videos: রথযাত্রায় পুরীতে জনজোয়ার, জগন্নাথের দর্শন নিতে ১০ লক্ষেরও বেশি ভক্তের সমাগম, দেখুন সরাসরি
১০ থেকে ১২ লক্ষ মানুষ জড়ো হয়েছেন এখানে। ভক্তদের নিরাপত্তার জন্যে এবং ভিআইপি অতিথিদের জন্য ভিড় ব্যবস্থাপনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। পুরো শহরকে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে ঢেকে ফেলা হয়েছে।
পুরী, ২৭ জুনঃ আজ শুক্রবার রথযাত্রা (Jagannath Rath Yatra)। হিন্দুদের অন্যতম বড় উৎসব। রথযাত্রা উপলক্ষ্যে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন পুরীর (Puri) জগন্নাথ ধামে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন পুরীতে। জগন্নাথের রথের দড়িতে একবার স্পর্শ করার জন্যে। পুরীধামে রথযাত্রা জগৎ বিখ্যাত। এখানে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে বিশাল রথ যাত্রা শুরু হয় মন্দিরের সিংহদ্বার থেকে। সেই যাত্রাপথে অংশ নেন কয়েক লক্ষ ভক্ত। ব্যতিক্রম হয়নি এই বছরেও। সকাল থেকে জনজোয়ার নেমেছে পুরীর রাস্তায়। বিজবিজ করছে মাথা। ভিড়ের ঠেলায় রাস্তার দেখা মিলছে না।
ওড়িশার এডিজি সঞ্জয় কুমার জানাচ্ছেন, '১০ থেকে ১২ লক্ষ মানুষ জড়ো হয়েছেন এখানে। ভক্তদের নিরাপত্তার জন্যে এবং ভিআইপি অতিথিদের জন্য ভিড় ব্যবস্থাপনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। পুরো শহরকে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে ঢেকে ফেলা হয়েছে'।
রথযাত্রায় পুরীতে জনসমুদ্র
তিনি আরও জানান, 'অপারেশন সিন্দুর'-এর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের কাছে খবর এসেছে, রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে কিছু সমাজবিরোধী এবং দেশবিরোধী কার্যকলাপ ঘটতে পারে। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে গত কয়েক দিন ধরে পুলিশ প্রশাসনের অন্দরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা, পরিকল্পনা চলেছে কীভাবে রথের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। পুরীতে বহু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ২০০ টিরও বেশি ওড়িশা পুলিশের প্লাটুন মোতায়েন করা হয়েছে। ৩টি র্যাফ সহ ৮টি CAPF কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে NSG, NSG স্নাইপার, COSG, কোস্টগার্ড ড্রোন এবং অ্যান্টি-ড্রোন সিস্টেম।
জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ
লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে পুরীর রাস্তায় জনসমুদ্র। একদিকে প্রচণ্ড ভিড় অন্যদিকে গরম। আর্দ্র আবহাওয়ার মধ্যে পুরীতে জগন্নাথ রথযাত্রায় (Puri Jagannath Rath Yatra) যোগ দিতে আসা ভক্তদের উপর জল ছিটানো হচ্ছে। ভিড় এবং গরমের মধ্যে ভক্তরা যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্যেই প্রশাসনের তরফে এই ব্যবস্থা করা হয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)