IPL Auction 2025 Live

Puri Fire: পুরীর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে আগুন, দমকল কর্মীদের ৯ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

পুরীর মুখ্য দমকল অফিসার রমেশ মাঝি জানান - ঘটনার পরে আশেপাশে থাকা হোটেল থেকে ১৪০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

Puri Fire at Market Complex Photo Credit: Twitter@ANI

ওড়িশাঃ গতকাল রাতে পুরীর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা সামনে আসে। খবর পেতেই ঘটনাস্থলে দমকলের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে  তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুরীর টাউন থানার তদন্তকারি অফিসার জানিয়েছেন আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জামাকাপড় ও দাহ্য বস্তু থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। লক্ষ্মী মার্কেট সংলগ্ন হোটেল গুলিতেও  আগুনের ধোয়া ঢুকে যায়। এতে হোটেলে থাকা পর্যটকরা অসুস্থ হয়ে পড়েন।

 

পুরীর মুখ্য দমকল অফিসার রমেশ মাঝি জানান - ঘটনার পরে আশেপাশে থাকা হোটেল থেকে  ১৪০ জন  পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন নেভাতে দমকল কর্মীদের অভিযান চলছে।  ঘটনাস্থলে ১২টি দমকল ইঞ্জিন এবং ১৬০ জন দমকল কর্মী লাগাতার আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন।

 পুরীর পুলিশ সুপার ডাঃ কানওয়ার বিশাল সিং জানান  গতকাল রাত ৩টা নাগাদ আগুন লাগে। সারা রাত ধরে দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। আশা করা হচ্ছে দুপুর ১২ টার মধ্যে সম্পূর্ণ আগুন নিভে যাবে। পর্যটক ছাড়াও এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।