Punjab Police Station Rocket Attack: রকেট লঞ্চারের আঘাতে বিপর্যস্ত পাঞ্জাবের সীমান্তবর্তী তরন তারন পুলিশ থানা
শনিবার রাত ১১.৩০ পাঞ্জাবের সীমান্তবর্তী জেলা তারন তারন-এর (Tarn Taran) সারহালি (Sarhali) পুলিশ স্টেশন সংলগ্ন সাঞ্জ কেন্দ্রটিতে (Saanjh Kendra) একটি আরপিজি হামলা (RPG attack) হয়। পাঞ্জাবের তরণ তারন জেলায় একটি পুলিশ স্টেশনে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলা চালানো হয়েছে।
চণ্ডীগড়: শনিবার রাত ১১.৩০ পাঞ্জাবের সীমান্তবর্তী জেলা তারন তারন-এর (Tarn Taran) সারহালি (Sarhali) পুলিশ স্টেশন সংলগ্ন সাঞ্জ কেন্দ্রটিতে (Saanjh Kendra) একটি আরপিজি হামলা (RPG attack) হয়। পাঞ্জাবের তরণ তারন জেলায় একটি পুলিশ স্টেশনে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলা চালানো হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার রাতে হামলার সময় স্টেশন হেড অফিসিয়াল (এসএইচও) প্রকাশ সিং-সহ (Parkash Singh) আটজন থানায় উপস্থিত ছিলেন। এর ফলে থানার মূল প্রবেশ পথ ছাড়াও জানালার কাচ ভেঙে গিয়েছে, এর তদন্তে নেমেছেন পুলিশের শীর্ষ কর্তারা। ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দলও। Karnataka BJP Rename 'Salaam Aarti': টিপু সুলতানের 'সালাম আরতি'র নাম পরিবর্তন করল কর্নাটক বিজেপি
পুলিশ সূত্রের খবর, ৫৪ নম্বর জাতীয় সড়কের ওপার থেকে হামলা চালানো হয়। জঙ্গি হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশকর্তারা আরপিজি-র মতো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারকারী সন্ত্রাসবাদীর দিকে ইঙ্গিত করেছে বলে স্বীকার করেছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক। সূত্রের খবর, আসল টার্গেট ছিল সারহালি থানা,তবে গেটের গ্রিলে আঘাত করার পর সেটি সঞ্জ কেন্দ্রের দিকে মোড় নেয়। গত সাত মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আরপিজি-তে হামলা হল রাজ্যে। এর আগে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখার সদর দফতরে আরপিজি হামলা হয়। কানাডার গ্যাংস্টার লখবীর সিং লান্ডা (Lakhbir Singh Landa) এবং পাকিস্তানের জঙ্গি হরবিন্দর সিং রিন্ডার (Harvinder Singh Rinda) সঙ্গেও এই সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার (National Investigating agency) হাতে তুলে দেওয়া হয়