Punjab: চোরাচালানের মাধ্যমে পঞ্জাবে আসছে অবৈধ অস্ত্র, উদ্ধার বিদেশি বন্দুক, গ্রেফতার ২
কিছুদিন ধরেই খবর আসছিল যে পঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র পাচার হচ্ছে। সেই খবর পেয়ে এলাকায় বাড়ানো হয় নজরদারি।
কিছুদিন ধরেই খবর আসছিল যে পঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র পাচার হচ্ছে। সেই খবর পেয়ে এলাকায় বাড়ানো হয় নজরদারি। অবশেষে গত বৃহস্পতিবার ত্রাণ তরণ (Tarn Taran) এলাকায় কেন্দ্রীয় সংস্থার সঙ্গে পঞ্জাব পুলিশ যৌথ উদ্যোগে একাধিক অস্ত্র সহ দুই চোরাচালানকারীদের গ্রেফতার করা হল। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ন্যাটো সেনার ব্যবহারের জন্য বানানো অত্যাধুনিক চারটি গ্লোক ১৯ পিস্তল, চারটি কার্তুজ এবং সাতটি কার্তুজ। এছাড়া নগদ ৪.৮ লক্ষ নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে খবর। এছাড়া অভিযুক্তদের মধ্যে একজন একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে যার মাধ্যমে দুজনে যাতায়াত করত। ধৃতদের নাম যথাক্রমে হরপ্রীত সিং এবং লাভপ্রীত সিং। এর আগে দুজনে মাদক পাচার কেসে গ্রেফতার হয়ছিল।
পুলিশসূত্রে জানা গিয়েছে, অস্ত্র চোরাচালান কারবারে হরপ্রীত ও লাভপ্রীত ছাড়াও আরও অনেকে এই চক্রে জড়িত রয়েছে। এদিন মাঝরাস্তায় দুজনকে গ্রেফতার করা হয়। ফলে অভিযুক্তদের জেরা করলে বাকিদের হদিশ পাওয়া যাবে বলে আন্দাজ করছেন পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত, পঞ্জাবে বেশ কয়েকবছর ধরে বেড়ে চলেছে অস্ত্র ও মাদক পাচারের ঘটনা। কয়েকমাস আগেও পঞ্জাবের সীমান্ত পাক নাগরিকদের রহস্যজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল।