Punjab Govt Orders Public Transport Shutdown From March 21: পাঞ্জাব সরকারের নির্দেশিকা, করোনার প্রকোপে ২১ তারিখ থেকে রাস্তায় চলবে না বাস অটো

করোনাভাইরাসের গ্রাসে গোটা দেশ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১৭২ জন কোভিড-১৯ পজিটিভ মিলেছে দেশে। মহারাষ্ট্রেই ৪৫ জন। অনেক অফিস সংক্রমণ এড়াতে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে। এমতাবস্থায় সবাই চাইছেন নিজেকে বাঁচাতে মুম্বইতে লোকাল ট্রান বন্ধ হচ্ছে খুব শিগগির। এবার সংক্রমণ ঠেকাতে বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার( Punjab Govt)। ২১ মার্চ থেকে গণ পরিবহনের অস্তিত্ব থাকবে না পাঞ্জাবের রাস্তায়। যতদিন না করোনাভাইরাসের কাঁটা থেকে দেশ রেহাই পাচ্ছে ততদিন এই পরিস্থিতি বলবৎ থাকবে। তাই কবে ফের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে তা এখনই জানা যাচ্ছে না।

পাঞ্জাব পরিবহন(Photo Credit: PTI)

চণ্ডীগড়, ১৯ মার্চ: করোনাভাইরাসের গ্রাসে গোটা দেশ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১৭২ জন কোভিড-১৯ পজিটিভ মিলেছে দেশে। মহারাষ্ট্রেই ৪৫ জন। অনেক অফিস সংক্রমণ এড়াতে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে। এমতাবস্থায় সবাই চাইছেন নিজেকে বাঁচাতে মুম্বইতে লোকাল ট্রান বন্ধ হচ্ছে খুব শিগগির। এবার সংক্রমণ ঠেকাতে বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার( Punjab Govt)। ২১ মার্চ থেকে গণ পরিবহনের অস্তিত্ব থাকবে না পাঞ্জাবের রাস্তায়। যতদিন না করোনাভাইরাসের কাঁটা থেকে দেশ রেহাই পাচ্ছে ততদিন এই পরিস্থিতি বলবৎ থাকবে। তাই কবে ফের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে তা এখনই জানা যাচ্ছে না। আরও পড়ুন- People To Spend Time In Sun Amid Coronavirus Outbreak: সূর্য স্নানে মরবে করোনাভাইরাস, বললেন মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে

জানা গিয়েছে, শুধু মাত্র বাস, অটো, ট্যাক্সিই নয়, ব্যক্তিগত গাড়িও রাস্তায় নামতে পারবে না। একই সঙ্গে রাস্তাঘাটে কোথাও ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। মারণ রোগ করোনাভাইরাস থেকে বাঁচতে প্রত্যেককে কিছুটা সময় ধরে সূর্য স্নান (sunbath) করতে হবে। দেশজুড়ে যখন করোনার ত্রাস ক্রমশ বেড়ে চলেছে তখন সংবাদ সংস্থা এএনআই-কে একথাই বললেন দিল্লির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি বলেন, “সূর্যের আলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ও যাবতীয় জীবাণুকে মেরে ফেলে।” একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে যাবতীয় সুরক্ষা সংক্রান্ত যেসব বিষয় রয়েছে তা-ও মনে করিয়ে দিতে ভোলেননি ওই প্রতিমন্ত্রী। হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাড়িতে থাকা।