Punjab CM Captain Amarinder Singh: ডিজিটাল শিক্ষা, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে স্মার্ট ফোন তুলে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং
মহামারী করোনাভাইরাসের সংক্রমণের দাপটে বন্ধ সবকিছুই। স্কুল কলেজে দীর্ঘদিন চাত্রছাত্রীদের দেখা নেই। সংক্রমণ রুখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। কিন্তু পড়াশোনা তো থেমে থাকে না, যখন আমরা ডিজিটাইজেশনের সময়কালে বসবাস করছি। তাই অনলাইনেই চলছে বিভিন্ন স্কুল, কলেজের পড়াশোনা। এদিকে উন্নয়নশীল দেশ ভারতের প্রত্যেক পড়ুয়ার বাড়িতে নেই স্মার্টফোন। তাহলে তারা কী পড়বে না। এবার নিজের রাজ্যের সেই সমস্যা দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। তিনি পাঞ্জাব স্মার্ট কানেক্ট সিম লঞ্চ করলেন। এজন্য বরাদ্দ হল ৯২ কোটি টাকা। এই টাকাতেই স্মার্ট ফোন কিনে সমস্ত পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে।
চণ্ডীগড়, ১৩ আগস্ট: মহামারী করোনাভাইরাসের সংক্রমণের দাপটে বন্ধ সবকিছুই। স্কুল কলেজে দীর্ঘদিন চাত্রছাত্রীদের দেখা নেই। সংক্রমণ রুখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। কিন্তু পড়াশোনা তো থেমে থাকে না, যখন আমরা ডিজিটাইজেশনের সময়কালে বসবাস করছি। তাই অনলাইনেই চলছে বিভিন্ন স্কুল, কলেজের পড়াশোনা। এদিকে উন্নয়নশীল দেশ ভারতের প্রত্যেক পড়ুয়ার বাড়িতে নেই স্মার্টফোন। তাহলে তারা কী পড়বে না। এবার নিজের রাজ্যের সেই সমস্যা দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। তিনি পাঞ্জাব স্মার্ট কানেক্ট সিম লঞ্চ করলেন। এজন্য বরাদ্দ হল ৯২ কোটি টাকা। এই টাকাতেই স্মার্ট ফোন কিনে সমস্ত পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে।
এর মধ্যে অমরিন্দর সিং নিজেও দ্বাদশ শ্রেণির ৬ জন পড়ুয়ার হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন। সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, বিধায়ক, সাংসদদের হাত ঘুরে রাজ্যের অন্তত ২৬টি জায়গার পড়ুয়াদের কাছে পৌঁছেছে স্মার্ট ফোন। এই পাঞ্জাব স্মার্ট কানেক্ট সিম প্রকল্পের আওতায় রাজ্য সরকারের প্রত্যেক মন্ত্রী বিভিন্ন জেলায় অন্তত ২০ জনের হাতে এই স্মার্টফোন তুলে দিয়েছেন। এই প্রকল্পের হাত ধরে পাঞ্জাবের কংগ্রেস সরকার জনমানসে ভোটের প্রতিশ্রুতি রক্ষা করতে পারলো, বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ২১৭-১৮ রাজ্য বাজেটের মধ্যেই এই পাঞ্জাব স্মার্ট কানেক্ট সিম প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দও হয়েছে। এর ফলে প্রথম দফায় সরকারি স্কুলের ১ লক্ষ ৭৪ হাজার ১৫ জন দ্বাদশ শ্রেণির পড়ুয়া উপকৃত হবে। নভেম্বরের মধ্যে প্রথম দফার কাজ শেষও হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ৮৭ হাজার ৩৯৫ জন ছাত্র। আর ৮৬ হাজার ৬২০ জন ছাত্রী। মূলত সরকারি তরফে এই স্মার্ট ফোন গিয়েছে, তফশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়াদের হাতে। ডিজিটাল এুকেশন চালু হলেও এই পড়ুয়ারা শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে তা থেকে বঞ্চিত হচ্ছিল। সরকার শুধু সেইসব পড়ুয়াদের হাতেই তুলে দিল স্মার্ট ফোন। আরও পড়ুন-Shripad Naik Corona Positive: করোনা আক্রান্ত কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক
জানা গিয়েছে ১ লক্ষ ১১ হাজার ১৫৭ জন পড়ুয়া গ্রামের বাসিন্দা। বাকিরা শহরের সরকারি স্কুলের পড়ুয়া। এই পাঞ্জাব স্মার্ট কানেক্ট সিম প্রকল্প চালু করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করা আমাদের লক্ষ্য। নির্বাচনী ইস্তাহারে সেই সব প্রতিশ্রুতি থাকে। মানুষ তাতে ভরসা রাখে। আমার কাজই হল সেইসব প্রতিশ্রুতির পূরণ করা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)