CWG 2022: কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী হরজিন্দর কৌরকে ৪০ লক্ষের পুরস্কার ঘোষণা করলেন ভগওয়ান্ত মান
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (CWG 2022) ৭১ কেজি ভারোত্তোলনে ব্রোঞ্জজয়ী হরজিন্দর কৌরকে ৪০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেবে পাঞ্জাব সরকার। এই আর্থিক পুরস্কার ঘোষণা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান (Punjab CM Bhagwant Mann)।
চণ্ডীগড়, ২ জুলাই: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (CWG 2022) ৭১ কেজি ভারোত্তোলনে ব্রোঞ্জজয়ী হরজিন্দর কৌরকে ৪০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেবে পাঞ্জাব সরকার। এই আর্থিক পুরস্কার ঘোষণা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান (Punjab CM Bhagwant Mann)। আরও পড়ুন-National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির তল্লাশির প্রতিবাদে হেরাল্ড হাউসের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ, দেখুন ভিডিও
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী হরজিন্দর কৌর নভোর কাছে মেহাস গ্রামের বাসিন্দা।নিজের যোগ্যতায় তিনি আজ দেশকে গর্বিত করেছেন। তাঁকে অভিনন্দন। পাঞ্জাবের ক্রীড়ানীতি অনুসারে রাজ্যসরকার তাঁকে নগদ ৪০ লক্ষ টাকা পুরস্কার দেবে।
ভগওয়ান্ত মান আশা করেন, হরজিন্দর কৌরের এই সাফল্য বাকিদের অনুপ্রেরিত করবে। বিশেষ করে মেয়েদের। ক্রীড়াক্ষেত্রে সাফল্য দেশকে খ্যাতি এনে দেবে। এই সব ক্রীড়াবিদদের সমস্তরকম সহযোগিতা করবে রাজ্যসরকার। পাঞ্জাবের ক্রীড়া সংস্কৃতিকে উজ্জীবিত করাই এখন রাজ্যসরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় থাকবে।