Punjab: পাঞ্জাবের আকাশে পাকিস্তানি ড্রোন, গুলি করে নামাল বিএসএফ

আফগানিস্তানে তালিবান দখলদারি শুরু করার পর লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো একাধিক পাক মদতপুষ্ট জঙ্গিদের নিয়ে চিন্তায় দিল্লি৷

Image used for representational purpose | (Photo Credits: Pixabay)

দিল্লি, ৪ সেপ্টেম্বর: ফের পাক ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ৷ শনিবার পাঞ্জাবের (Punjab) তরণ তরণে  পাক ড্রোনকে গুলি করে নামায় বিএসএফ৷

সূত্রের খবর, শনিবার বিকেলে ভার-পাকিস্তান (Pakistan) সীমান্তের তরণ তরণ (Tarn Taran) এলাকার আকাশে ড্রোন উড়তে দেখা যায়৷ এরপরই ড্রোনের শব্দে গুলি ছুঁড়তে শুরু করে বিএসএফ৷ সেনার গুলিতে শেষ পর্যন্ত নীচে নামিয়ে আনা হয় পাক ড্রোনকে৷ ড্রোন নামানোর পর ওই অঞ্চলে জোর তল্লাশি শুরু হয়৷

আরও পড়ুন: Taliban: কাবুলে বিক্ষোভের মাঝে মহিলাকে মারধর তালিবানের, ভাইরাল ছবি

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগে জম্মুর (Jammu) সাম্বা সেক্টরেও ড্রোন উড়তে দেখা যায়৷ প্রত্যেকবারই পাক ড্রোনকে গুলি করে নামায় সেনা৷

এদিকে আফগানিস্তানে (Afghanistan) তালিবান (Taliban) দখলদারি শুরু করার পর লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো একাধিক পাক মদতপুষ্ট জঙ্গিদের নিয়ে চিন্তায় দিল্লি (Delhi)৷ কাশ্মীর সহ গোটা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলিকে 'মুক্ত' করার ডাক দেয় আল কায়দা৷ যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়৷ এরপরই ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যায়, কাশ্মীরকে 'আজাদ' করার যে ডাক আল কায়দার তরফে দেওয়া হয়, তার পিছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে৷ যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে৷