Pune Wall Collapse: ৬০ ফুটের দেওয়াল চাপা পড়ে ১৫ জনের মৃত্যু পুণেতে, মৃতদের মধ্য়ে বাঙালি শ্রমিকও রয়েছেন

মর্মান্তিক দুর্ঘটনায় মহারাষ্ট্রের পুণেতে মৃত্যু হল ১৫ জনের। শনিবার সকালে পুণের কোন্দওয়ার তালাব মসজিদ এলাকায় ৬০ ফুট উঁচু দেওয়াল ভেঙে দুর্ঘটনাটি ঘটে।

পুণেতে দেওয়াল ভেঙে মৃত্যু(Photo Credits: ANI)

পুণে, ২৯ জুন, ২০১৯:‌ মর্মান্তিক দুর্ঘটনায় মহারাষ্ট্রের পুণেতে (Pune) মৃত্যু হল ১৫ জনের। শনিবার সকালে পুণের কোন্দওয়ার তালাব মসজিদ এলাকায় ৬০ ফুট উঁচু দেওয়াল ভেঙে দুর্ঘটনাটি ঘটে। প্রবল বর্ষণের কারণেই দেওয়াল দুর্বল হয়ে গিয়ে এই দুর্ঘটনা বলে মনে করছেন দমকল কর্মীরা। দেওয়ালের গা ঘেষেই ছিল একাধিক টিনের চালের ঘর। ৬০ ফুটের উঁচু দেওয়াল ভেঙে সেই ঘরগুলির উপর পড়ে। ভোরবেলা দুর্ঘটনাটি ঘটায় সেসময় ঘরের বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাই তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেননি।

 

খবর পাওয়া মাত্র এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করেছে। পুণের জেলাশাসক নভল কিশোর রাম জানিয়েছেন প্রবল বর্ষণের কারণেই দেওয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। নির্মাণকারী সংস্থা যে ভেজাল মিশিয়ে দেওয়ালটি তৈরি করেছিল সেটা প্রকাশ্যে এসে পড়েছে। যে ১৫ জনের মৃত্যু হয়েছে তারা অধিকাংশই শ্রমিক। এবং বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। আহতদের চিকিৎসায় সবরকম সহযোগিতা করছে সরকার। দুর্ঘটনা স্থলের লাগোয়া রয়েছে একটি আবাসন। দেওয়াল ভেঙে পড়ায় সেই আবাসনের একাধিক গাড়ি ভগ্নস্তূপের মধ্যে আটকে পড়েছে। দেওয়ালের ভগ্নস্তূপের মধ্যে আর কেউ আটকে আছেন কিনা সেটা খতিয়ে দেখছে উদ্ধারকারীরা। আরও পড়ুন, ধর্ষণে বাধা পড়ায় মা-মেয়েকে হেনস্তার পর মাথা মুড়িয়ে গ্রাম ঘোরাল কাউন্সিলর

গত বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ চলছে পুণেতে। গত ২৪ ঘণ্টায় ৭৩.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২০১০ সালের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার এই ভারী বর্ষণ হল।

মুম্বইয়ের চেম্বুরে গতকাল রাত ২টো নাগাদ দেওয়াল চাপা(Wall collapse) পড়ে এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। দাদরেও দেওয়াল ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। ‌