ভুয়ো পাসপোর্ট বানিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস, পুনেতে ধৃত পাকিস্তানি নাগরিক

নকল কাগজপত্র দেখিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিল পাকিস্তানের এক নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করল পুনে সিটি পুলিশের বিশেষ দল।

প্রতীকী ছবি

পুনে: নকল কাগজপত্র (fake documents) দেখিয়ে ভুয়ো পাসপোর্ট (Fake passport) তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে (India) বসবাস করছিল পাকিস্তানের এক নাগরিক (Pakistan national)। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার (arrest) করল পুনে সিটি পুলিশের (Pune City police) বিশেষ দল (Special Branch)। বুধবার ঘটনাটি ঘটেছে পুনের (Pune) ভবানী পেট (Bhawani Peth) এলাকায়।

এপ্রসঙ্গে পুনে পুলিশের তরফে জানানো হয়, পুনে সিটি পুলিশের বিশেষ ব্রাঞ্চ ভবানী পেট এলাকা থেকে মহম্মদ আমন আনসারি নামে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি ২০১৫ সাল থেকে অবৈধভাবে ভবানী পেট এলাকায় নিজের মায়ের কাছে বসবাস করত বলে জানা গেছে। ধৃতকে জেরা করে আরও জানা যায়, সে নকল কাগজপত্র ব্যবহার করে নিজের নামে ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিল।

ধৃতের বিরুদ্ধে খাদাক পুলিশ স্টেশনে (Khadak Police station) ভারতীয় দণ্ডবিধির (IPC) ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা আর পাসপোর্ট আইন (Passport act) ও ১৯৭৬ সালের ফরেনার্স আইনের (Foreigners act 1946) ১৪ নম্বর একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। আরও পড়ুন: Bengaluru: আকুপাংচার থেরাপির নামে মহিলাদের নগ্ন ভিডিয়ো রেকর্ড, গ্রেফতার থেরাপিস্ট

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now