CAA Protest: সংশোধিত নাগরিকত্ব আইন পাসের ৯ দিন পার, দেশজুড়ে বিক্ষোভের ১০ টি উল্লেখযোগ্য ঘটনা

সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরোধিতায় দেশের ১০ টি রাজ্য উত্তপ্ত। বিক্ষোভের জেরে সারা দেশে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত বহু। উত্তরপ্রদেশ, দিল্লির কিছু অংশ, কর্ণাটক ও মধ্যপ্রদেশে আন্দোলনে নিষেধাজ্ঞা ছিল। ম্যাঙ্গালোরে বিক্ষোভকারীদের মধ্যে ২ জনের পুলিশের গুলিতে মৃত্যু হয়, প্রায় ২০ জন পুলিশ আক্রান্ত হয়। লখনউতে একজন বিক্ষোভকারীর মৃত্যু হয় এবং প্রায় ২০ জন আহত হয়। দিল্লিতে বিক্ষোভে অংশগ্রহণকারী প্রায় শ'খানেক বিক্ষোভকারী ও রাজনৈতিক নেতা, কর্মীদের গ্রেফতার করা হয়। দিল্লি- হরিয়ানা সীমান্ত ৮ ঘণ্টার জন্য বন্ধ করা হয়। কিছু কিছু জায়গাজুড়ে জারি ১৪৪ ধারা। বেঙ্গালুরুতে (Bengaluru) নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২০ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরোধিতায় দেশের ১০ টি রাজ্য উত্তপ্ত। বিক্ষোভের জেরে সারা দেশে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত বহু। উত্তরপ্রদেশ, দিল্লির কিছু অংশ, কর্ণাটক ও মধ্যপ্রদেশে আন্দোলনে নিষেধাজ্ঞা ছিল। ম্যাঙ্গালোরে বিক্ষোভকারীদের মধ্যে ২ জনের পুলিশের গুলিতে মৃত্যু হয়, প্রায় ২০ জন পুলিশ আক্রান্ত হয়। লখনউতে একজন বিক্ষোভকারীর মৃত্যু হয় এবং প্রায় ২০ জন আহত হয়। দিল্লিতে বিক্ষোভে অংশগ্রহণকারী প্রায় শ'খানেক বিক্ষোভকারী ও রাজনৈতিক নেতা, কর্মীদের গ্রেফতার করা হয়। দিল্লি- হরিয়ানা সীমান্ত ৮ ঘণ্টার জন্য বন্ধ করা হয়। কিছু কিছু জায়গাজুড়ে জারি ১৪৪ ধারা। বেঙ্গালুরুতে (Bengaluru) নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ (Ramachandra Guha)।

১০ টি গুরুত্বপূর্ণ তথ্য-