Amit Shah: অমিত শাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভের বহর বাড়ল

সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকর-কে নিয়ে সংসদে অবমাননাকর কথা বলার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র বিরুদ্ধে।

Amit Shah.jpg (Photo Credit: File Photo)

নয়া দিল্লি, ২০ ডিসেম্বর: সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকর (B.R. Ambedkar)-কে নিয়ে সংসদে অবমাননাকর কথা বলার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র বিরুদ্ধে। চলতি শীতকালীন অধিবেশনে আম্বেদকরকে নিয়ে করা শাহ-র মন্তব্য দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। শাহ-র পদত্যাগের দাবি তুলে বেশ কিছু রাজ্যে বড় প্রতিবাদ করছে কংগ্রেস সহ দেশের বিরোধী দলেরা। শুক্রবার শাহ-র ইস্তফার দাবির আন্দোলনের ঝাঁঝ বাড়ালো কংগ্রেস। দিল্লির বিভিন্ন অংশে শাহ-র প্রতিবাদ মিছিল হল।

শাহ-র মন্তব্য আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে বলে পথে নেমেছে সমাজবাদী পার্টি, আরজেডি-র মত ইন্ডিয়া জোটের দলগুলি। দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় সহ তৃণমূলের নেতা-সাংসদ-মন্ত্রীরা শাহ-র বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। সংসদ চত্ত্বরে বিরোধী দলের নেতারা শাহ-র ইস্তফা নিয়ে দীর্ঘক্ষণ ধরে স্লোগান দিলেন।

শাহ-র পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ

সংসদে আম্বেদকরকে নিয়ে কী বলেছিলেন শাহ

গত মঙ্গলবার সংবিধান নিয়ে বিতর্কে অমিত শাহ বলেছিলেন, "এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ওরা ভগবানের নাম নিত, তাহলে ওদের সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।"



@endif