Uttar Pradesh: মসজিদে জাতীয় সংগীত পরিবেশনে বিরোধিতা, গ্রেপ্তার প্রবীণ মুসলিম শিক্ষাবিদ

আগ্রার জামা মসজিদের ভিতরে জাতীয় সংগীত (National Anthem) গাওয়া ‘ইসলাম বিরোধী’ একটি কাজ৷ এহেন মন্তব্য করে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বিশিষ্ট মুসলিম শিক্ষাবিদ শাহের মুফতি (Prominent Muslim cleric) মাজিদুল কুদ্দুস খুবায়েব রুমি (৭৫)৷

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

আগ্রা, ১৯ আগস্ট: আগ্রার জামা মসজিদের ভিতরে জাতীয় সংগীত (National Anthem) গাওয়া ‘ইসলাম বিরোধী’ একটি কাজ৷ এহেন মন্তব্য করে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বিশিষ্ট মুসলিম শিক্ষাবিদ শাহের মুফতি (Prominent Muslim cleric) মাজিদুল কুদ্দুস খুবায়েব রুমি (৭৫)৷ স্থানীয় নেতা তথা ওই মসজিদ কমিটির সদস্য হাজি আসলাম কুরেশি মুফতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷ জানা গেছে, দিন দুই আগে স্থানীয় বিজেপি নেতা আশফাক সাইফি দলবল নিয়ে মসজিদে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেন ও স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই মিলে জাতীয় সংগীত পরিবেশন করে৷ এই ঘটনার বিরোদিতা করেছিলেন রুমি৷ ইতিমধ্যেই রুমিক বক্তব্যের একটি অডিও ক্লিপ পুলিশের হাতে এসেছে৷

যেখানে মুফতি মসজিদের মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের সমালোচনা করছেন এবং বলছেন এটি একটি অপবিত্র কাজ৷ এফআইআরএ মুফতি পুত্র হামদুল কুদ্দুসেরও নাম রয়েছে৷ মান্টোলা থানার পুলিশকর্তা বিনোদ কুমার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৩-র বি, ৫০৫, ৫০৮ এবং  National Honour Act, 1971 অনুযায়ী ৩ ধারায় মামলা রুজু হয়েছে৷ অভিযোগকারী বিজেপি নেতার মন্তব্যের একটি অডিও প্রকাশ্যে এসেছে৷ যেখানে তিনি বলছেন, “মুফতি রুমি জনসাধারণের শান্তি ও সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন৷ মুফতি ও তাঁর ছেলের বোঝা উচিতে যে তাঁরা যৌথভাবে জাতীয় সম্মানের অবমাননা করেছে৷   তাঁদের ক্ষমা চাওয়া উচিত৷ আমরা মসজিদে জাতীয় পাতাক উত্তোলন করে জাতীয় সংগীত গেয়েছি৷   ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়েছি৷ এই অনুষ্ঠানকে ঘিরে এক অপ্রোজনীয় বিতর্ক তৈরি করচেন মুফতি ও তাঁর ছেলে৷” আরও পড়ুন-Meerut Shocker: যোগীর রাজ্য নরবলি!, মন্দিরে উদ্ধার তরুণীর গলাকাটা ঝুলন্ত দেহ

যদিও স্থানীয় মুসলিম নেতৃত্ব মুফতিকেই সমর্থন জানিয়েছেন৷ তাঁদের দাবি, সবসময় মসজিদের প্রধান প্রবেশপথের মুখে জাতীয় পতাকা উত্তোলন হয়৷ মসজিদের ভিতরে আগে কখনও এমনটা ঘটেনি৷ ভারতীয় মুসলিম বিকাশ পরিষদের সভাপতি সামি আগা বলেন, “ধর্মীয় স্থানের প্রবেশপথেই সবসময় পতাকা উত্তোলন করা হয়৷ মূলত আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্ত চরিতার্থে এই বিতর্ক তৈরি করা হল৷ শাহের মুফতি আমাদের কাছে পিতার সমান৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোটা সম্প্রদায়কেই অপমান করা হল৷”

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement