Priyanka Gandhi Daman-Diu: দমন-দিউ থেকে ভোটে দাঁড়ানোর কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর, প্রার্থী হয়ে ফাঁস করলেন কেতন প্যাটেল

কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় দমন এবং দিউ থেকে নাম থাকল কেতন প্যাটেল। যে কেতন প্যাটেল গত দুবার দমন-দিউ থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হারলেও বেশ লড়াই করেন।

Photo Credits: ANI

কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় দমন এবং দিউ থেকে নাম থাকল কেতন প্যাটেল। যে কেতন প্যাটেল গত দুবার দমন-দিউ থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হারলেও বেশ লড়াই করেন। টানা তিনবার এই লোকসভা কেন্দ্র থকে কংগ্রেসের প্রার্থী হয়ে কেতন জানালেন, আগে ঠিক ছিল দমন-দিউ থেকে আমাদের হাত চিহ্নে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু গতকাল সিইসি-র বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, দমন-দিউ থেকে কেতন প্যাটেলেরই লড়া দরকার। কারণ ও সেখানকার বেকারত্ব, মতসজীবীদের সমস্যা নিয়ে সোচ্চার হতে পারবে।"

কেতনের একটা কথাতেই পরিষ্কার, এবার লোকসভা লড়তে দেখা যাবে প্রিয়াঙ্কা-কে। এবার দেখার কোন রাজ্যে কোন আসন থেকে তিনি লড়েন। আসন্ন লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা যেখান থেকে লড়তে পারেন বলে জোর জল্পনা সেগুলি হল -১) উত্তরপ্রদেশের রায়বারেলি, ২) কর্ণাটকের কোনও এক কেন্দ্র, ৩) তেলাঙ্গানার কোনও এক কেন্দ্র।

দেখুন খবরটি

প্রসঙ্গত, দমন ও দিউ কেন্দ্রে শেষবার কংগ্রেস জিতেছিল ২০০৪ লোকসভা নির্বাচনে। তবে গতবার বিজেপি-র লালুভাই প্যাটেলের বিরুদ্ধে কংগ্রেসের কেতন প্যাটেল ১০ হাজার ভোটে হারার পিছনে বড় কারণ ছিল নির্দল হিসেবে লড়া উমেশভাই প্যাটেলের ২০ হাজারের মত পাওয়া ভোট। বিরোধী জোটের ভোটের সবটা কেতন পেতে পারলে ২০ বছর পর কেন্দ্রশাসিত অঞ্চলের এই আসন থেকে জিততে পারে কংগ্রেস। গত তিনবার এই কেন্দ্র থেকে জিতে আসছেন বিজেপি-র লালুভাই প্যাটেল এবারও তিনি পদ্ম প্রতীকে প্রার্থী হয়েছেন।