Priyanka Gandhi Vadra: ওয়ানাড থেকে ভোটে দাঁড়াবেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, রায়বারেলি ধরে রেখে কেরলের আসন ছাড়ার সিদ্ধান্ত রাহুল গান্ধীর

দাদার ছেড়ে দেওয়া আসন ওয়ানাড় থেকে দাঁড়াবেন বোন। এবার কেরলের ওয়ানাড থেকে প্রার্থী হয়ে লোকসভায় যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে ঘোষণা করলেন, রাহুল গান্ধী দুটি আসন থেকেই লোকসভা জিতেছেন।

Sonia Gandhi With Rahul, Priyanka And Kharge (Photo Credit: ANI/Twitter)

আর মেঘের আড়াল থেকে লড়াই নয়। সাংগঠনিক পদ নিয়েই দায়িত্ব সারা নয়। এবার সরাসরি ভোটের লড়াইয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। দীর্ঘ প্রতীক্ষা শেষ করে ইন্দিরা গান্ধীর নাতনিকে লোকসভায় দেখতে চলেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। দাদার ছেড়ে দেওয়া আসন ওয়ানাড (Wayanad Lok Sabha) থেকে দাঁড়াবেন বোন। এবার কেরলের ওয়ানাড থেকে প্রার্থী হয়ে লোকসভায় যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে ঘোষণা করলেন, রাহুল গান্ধী দুটি আসন থেকেই লোকসভা জিতেছেন। কিন্তু নিয়ম মত তাঁকে একটা আসন থেকে পদত্যাগ করতেই হবে। আর তাই রাহুল রায়বারেলির সাংসদ থেকে ওয়ানাড় ছেড়ে দিচ্ছেন। রাহুলের ছেড়ে যাওয়ায় খালি হয়ে যাওয়া ওয়ানাড লোকসভা আসন থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। এমন কথা জানিয়ে দিলেন দলীয় সভাপতি মল্লিকার্জন খাড়গে।

ক মাস আগেই লোকসভা ভোট চলাকালীন অনেকে ধরেই নিয়েছিলেন উত্তর প্রদেশের আমেথি-তে স্মৃতি ইরানির বিরুদ্দে লড়বেন প্রিয়াঙ্কা। কিংবা মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বারেলি থেকে তিনি প্রার্থী হবেন। কিন্তু আমেথিতে মাঠে কোমর বেঁধে নেমে দলীয় প্রার্থী কেএল শর্মা-কে জিতিয়ে এনে অসাধ্যসাধন করলেও প্রিয়াঙ্কা হাজার অনুরোধ সত্ত্বেও প্রার্থী হননি। কিন্তু দলের হয়ে জোয়ার আসার ইঙ্গিত পেয়ে এবার সংসদে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন প্রিয়াঙ্কা। সুবক্তা, স্বচ্ছ ভাবমূর্তি, ঠান্ডা মাথার প্রিয়াঙ্কা লোকসভায় গিয়ে মোদী সরকারকে প্রশ্ন প্রশ্নে জর্জরিত করে দেবেন বলে আশায় কংগ্রেস কর্মীরা। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড় জয়ের পিছনে প্রিয়াঙ্কার ভাষণের বড় অবদান ছিল।

এবারের লোকসভা ভোটে ইউপি-তে কংগ্রেসের অপ্রত্যাশিত সাফল্যের পিছনেও প্রিয়াঙ্কা বড় কারিগর। চোখের ওপর চোখ রেখে জবাব দেওয়ার ক্ষমতা, আর সাহসী রাজনীতিতে বিশ্বাসী প্রিয়াঙ্কা এবার সাংসদ হয়ে ঝড় তুলতে চাইবেন।

মা সোনিয়া গান্ধী রাজ্যসভায় চলে যাওয়ায় খালি হওয়া রায়বারেলি লোকসভা আসনে দাঁড়িয়েছিলেন। আর এবার রাহুল গান্ধী দুটো জায়গা থেকেই জেতায় ওয়ানাড ছেড়ে দেওয়ায় তাঁর পরিবর্তে দাঁড়াচ্ছেন বোন প্রিয়াঙ্কা। এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিতভাবে ভাল ফলের পিছনে রাহুল ও প্রিয়াঙ্কার বড় অবদান আছে।



@endif