Lok Sabha elections 2019: প্রচারে গিয়ে সাপের গায়ে হাত বুলিয়ে চমক ধরালেন ইন্দিরা নাতনি
রায়বরেলিতে প্রচারে গিয়ে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন প্রিয়াঙ্গা গান্ধী (Priyanka Gandhi)। একটি জায়গায় একদল সাপুড়ের সঙ্গে কথা বলছিলেন তিনি।
৭ মে,২০১৯: রায়বরেলিতে প্রচারে গিয়ে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন প্রিয়াঙ্গা গান্ধী (Priyanka Gandhi)। একটি জায়গায় একদল সাপুড়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। প্রিয়াঙ্কাকে কাছে পেয়ে নিজেদের দুর্দশার কথা শোনাচ্ছিলেন সেখানকার সাপুড়েরা। তাঁদের সঙ্গে বেতের ঝুড়িতে সাপও ছিল। তাঁদের কথা শুনতে শুনতে প্রিয়াঙ্কা দেখছিলেন সাপগুলিকে। কোনওটা কোবরা, কোনওটা কেউটে, কোনওটা আবার শঙ্খচূড়। বিষধর সাপগুলিকে অনায়াসে ঘাঁটাঘাঁটি করছিল সাপুড়েরা। একই সঙ্গে নিজেদের অভাব অভিযোগ প্রিয়াঙ্কাকে শোনাচ্ছিলেন তাঁরা।
এই অবস্থা দেখে প্রিয়াঙ্কার দেহরক্ষীরা একটু বেশিই তৎপর হয়ে উঠেছিলেন। তাঁরা সাপুড়েদের বারবার সাপগুলি সরিয়ে রাখার কথা বলছিলেন। এরই মধ্যে প্রিয়াঙ্কা হঠাৎ চেয়ার থেকে নেমে মাটিতে বসে পড়েন সাপুড়েদের মতো। সপাটে ঝুড়িতে থাকা একটি সাপ হাতে তুলে নেন। চমকে ওঠেন সাপুড়েরাও। দেহরক্ষীরা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। সকলে ঝাঁপিয়ে পড়ে সাপটি প্রিয়াঙ্কার হাত থেকে ফেলে দিতে যাবেন এমন সময় প্রিয়াঙ্কা নিজেই সকলকে আস্বস্ত করে বলেন, কিছু হবে না তাঁর। ভয় পাওয়ার দরকার নেই। সাপ তাকে কিছুই করবে না।
প্রিয়াঙ্কার এই কাণ্ড ক্যামেরা বন্দি (Camera)করে ফেলেন চিত্র সাংবাদিকরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social media)প্রকাশ হতেই ভাইরাল (Viral)হয়ে গিয়েছে। ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন নির্ভিক ঠাকুমার নির্ভিক নাতনি।