Narendra Modi Varanasi: জয়ের পর প্রথমবার বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি মোদীর, চেনা উন্মাদনার চেয়ে উৎসাহ বেশী অচেনা প্রশ্নেই!

লোকসভা নির্বাচনে জয়ের পর এই প্রথম নিজের কেন্দ্র বারাণসীতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সপ্তাহ দুয়েক আগে যখন এখানে এর আগে শেষবার এসেছিলেন মোদী, তখন এখানকার পরিস্থিতি একেবারেই অন্যরকম ছিল।

PM Narendra Modi. (Photo Credits: X/ANI)

বারাণসী,১৮ জুন: লোকসভা নির্বাচনে জয়ের পর এই প্রথম নিজের কেন্দ্র বারাণসীতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সপ্তাহ দুয়েক আগে যখন এখানে এর আগে শেষবার এসেছিলেন মোদী, তখন এখানকার পরিস্থিতি একেবারেই অন্যরকম ছিল। তখন বারাণসীতে বিরোধী শূন্য মুডে শুধুই মোদীর স্তুতিতে ভরানোর খবর দেখাচ্ছিল মিডিয়ার একটা বড় অংশ। মোদীর সফর তখন ছিল শুধু উন্মাদনা আর জনজোয়ারের ছবি। এই ক দিন পরিস্থিতি অনেকটা পাল্টেছে। রাম মন্দির তৈরির পরেও বারাণসীতে জয়ের মার্জিন অনেকটা কমেছে, বিরোধীদের দারুণ লড়াই, ইউপি-তে এসপি-কংগ্রেস জোটের কাছে আসন সংখ্যায় পিছিয়ে পড়া, ৪০০ পাড়ের লক্ষ্যে নেমে ২৪০-এ আটকে যাওয়া- শরীক দলগুলির সমর্থনে মসনদে ফিরেও একের পর অস্বস্তিতে মোদীর সামনে। মোদীর এবারের বারাণসী সফরটা আর বিরোধী শূন্য, প্রশ্নহীন দেখালো না। মোদী যখন বারণসীর ঘাটে নেমে গঙ্গা আরতি সারছেন, তখনও সেখানকার অনেকেই এলাকার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, হাসপাতালের কথাই বললেন।

মোদীও এবার বারাণসী সফরে অনেক বেশী অর্থনীতি, উন্নয়নের ইস্যুতেই জোর দিলেন। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানানোর কথা বারাণসীতে বললেন প্রধানমন্ত্রী মোদী। কৃষক, যুব, মহিলা, গরীব মানুষ-এঁরা হলেন বিকশিত ভারতের স্তম্ভ এমন কথাই বারাণসীতে দাঁড়িয়ে বললেন মোদী। বিরোধীরে আক্রমণের থেকে কৃষকদের উন্নয়ন, মহিলাদের উন্নয়নের কথাই বেশী বললেন প্রধানমন্ত্রী। বারাণসীতে এদিন মোদীর সঙ্গে ছিলেন ইউপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, কেন্দ্রীয় কৃষমন্ত্রী শিবরাজ সিং চৌহান-রা। সন্ধ্যা ৭টা-য় বারাণসীর দশ্বশমেধ ঘাটে গঙ্গা আরতি দেওয়ার পর রাত ৮টায় কাশী বিশ্বমন্দিরে পুজো দিলেন।

দেখুন ভিডিয়ো

মোদীর এবারের বারাণসী, কাশী সফর সবই হল আগের মত। পুজো, প্রার্থনায় নিজেকে ব্যস্ত রাখলেন প্রধানমন্ত্রী। তবে এবার বিরোধীদের ততপরতা আগের চেয়ে বেশী দেখালো। ইউপি-তে এখন ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যা এনডিএ-র চেয়ে বেশী। সাম্প্রতিককালে মোদীর ইউপি সফর মানেই অযোধ্যায় রামমন্দিরের প্রসঙ্গ তুলে আবহ তৈরি করে বিজেপি। কিন্তু অযোধ্যা (ফৈয়জাবাদ)-য় হারের পর এবার মোদীর সফরে রামমন্দিরের প্রসঙ্গ প্রায় উধাও।

নির্যাস হল, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদীর প্রথম ইউপি সফরে চেনা উন্মাদনার চেয়ে অচেনা প্রশ্নই বেশী শোনা গেল।