PM Modi Spoke to Benjamin Netanyahu: নাসারুল্লার হত্য়াকাণ্ডে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়ে নেতানিয়াহুকে ফোন মোদীর, সন্ত্রাসবাদের জায়গা নেই বললেন প্রধানমন্ত্রী

হাসান নাসারুল্লার মৃত্যুর পর ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে এমন কথা ফোনে বললেন নরেন্দ্র মোদী।

Benjamin Netanyahu, Narendra Modi (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: সন্ত্রাসবাদের দুনিয়ায় কোনও জায়গা নেই। হাসান নাসারুল্লার মৃত্যুর পর ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে এমন কথা ফোনে বললেন নরেন্দ্র মোদী।  লেবাননের আকাশপথে ঢুকে ভয়াবহ বোমের আঘাতে হিজবুল্লা সংগঠনের প্রধান হাসান নাসারুল্লা-কে হত্যা করেছে ইজরায়েল। নাসারুল্লা-কে সবচেয়ে বড় জঙ্গিদের একজন বলে অ্যাখা দিয়ে আনন্দে মেতেছে ইজরায়েল ও তাদের সমর্থকরা। আবার বেইরুটের মাটির ৬০ ফুট নিচে গোপন ব্যাঙ্কারে লুকিয়ে থাকা নাসারুল্লা-র ইজরায়েলের ৯০০ কেজির বোমার আঘাতে হত্যাকে 'শহীদের মৃত্যু' বলে অ্যাখা দিয়েছে প্যালেস্টাইন-লেবানন পন্থীরা। হিজবুল্লার প্রধান নাসারুল্লা-র হত্যাকাণ্ডে ইজরায়েলের পাশে থাকার সরসারি বার্তা দিল ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সরাসরি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে ফোন করেন। এই নিয়ে এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু-র সঙ্গে কথা হল। স্থানীয় উত্তেজনা রোখা ও সব পণবন্দিদের নিরাপদে মুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ায় সন্ত্রাসবাদের কোনও জায়গায় নেই। দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য উদ্যোগের পাশে থাকতে ব্রত হয়েছে ভারত।

নেতানিয়াহু-র সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

নাসারুল্লা-র মৃত্য়ুর ঘটনায় কাশ্মীরে বেশ বড় শোকমিছিল বের হয়। আগামিকাল, মঙ্গলবার ভূ স্বর্গে শেষ দফায় বিধানসভা ভোটগ্রহণ। তার আগে নাসারুল্লা-র মৃত্যুতে শোক জানাতে প্রচার স্থগিত রাখেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় নাসারুল্লা-কে শহীদ অ্যাখা দিয়ে স্লোগান ওঠে শোক মিছিলে। ইজরায়েল ও নেতানিয়াহু বিরোধী স্লোগানও ওঠে কাশ্মীরের শোকমিছিলে।



@endif