PM Narendra Modi: দাবা অলিম্পিয়াডে জয়ী দাবাড়ুদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদী, প্রজ্ঞানন্দের খেলাও দেখলেন তিনি. দেখুন ভিডিয়ো

বিশ্ব দরবারে যখনই কোনও ক্রীড়াবিদ উল্লেখযোগ্য কৃতিত্ব রাখছেন, তখনই তাঁদের সঙ্গে ফোনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আবার অনেকের সঙ্গে সরাসরি সাক্ষাতও করছেন তাঁদের সঙ্গে। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ী ভারতীয় দলের সঙ্গে দেখা করেছিলেন তিনি। এরপর অলিম্পিক, প্যারালিম্পিকের বিজয়ীদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। এবার দাবা অলিম্পিয়াডে যাঁরা দেশের মুখ উজ্জ্বল করলেন তাঁদের বাসভবনে ডাকলেন প্রধানমন্ত্রী মোদী। উপস্থিত ছিলেন বিদিত গুজরাতি, অর্জুন এরিগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, পেন্টালা হরিকৃষ্ণ অর্জুন হরিকৃষ্ণ, আর বৈশালী, হরিকা দ্রোনাভাল্লি, বন্তিকা আগারওয়াল, দিব্যা দেশমুখ ও তানিয়া সচদেভের মতো দাবারুরা।

সকলের সঙ্গে দেখা করার পাশাপাশি একাধিক বিষয় নিয়ে আলোচনাও করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, প্রজ্ঞানন্দ ও এরিগাইসির খেলাও এদিন সচক্ষে উপভোগ করেন মোদী। এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিদিত গুজরাতি ভুগার গাসিমভ মেমোরিয়াল চেস সুপার টুর্নামেন্টে নাম প্রত্যাহার করেছিলেন। ফলে অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যত আপ্লুত বিদিত। প্রসঙ্গত গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন বিদিত। হাতছানি ছিল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার। তবে তিনি না যাওয়াতে তাঁর জায়গায় অরবিন্দ চিদম্বরমকে পাঠিয়েছে ভারত।