Vande Bharat Express: আগে সাংসদরা তাদের এলাকায় ট্রেন থামানোর আবেদনে চিঠি লিখতেন, এখন করেন বন্দে ভারত চেয়ে, দাবি প্রধানমন্ত্রীর

মুম্বইয়ে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে তৃপ্তির হাসি। শুক্রবার দুপুরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi Launches Vande Bharat Express in Mumbai. (Photo Credits: Twitter/Mumbai)

মুম্বইয়ে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে তৃপ্তির হাসি। শুক্রবার দুপুরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুটি বন্দে ভারত এক্সপ্রেস হল- ১) মুম্বই-সোলাপুর রুট, ২) মুম্বই- সাইনগর শিরডি। বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মোদীর দাবি, "একটা সময় ছিল যখন সাংসদরা তাদের এলাকায় দু এক মিনিট ট্রেন থামানোর দাবি নিয়ে চিঠি লিখতেন। আর এখন সাংসদরা চিঠি লেখেন তাদের এলাকায় বন্দে ভারত এক্সপ্রেস চালু করার দাবিতে। এখন বন্দে ভারতের ক্রেজ বা জনপ্রিয়তা এমনই।"

এরপর মোদী দাবি করেন, "আধুনিক ভারতের চমকপ্রদ ছবি হল বন্দে ভারত। ভারত যে গতিতে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে তারই প্রতিফল হল বন্দে ভারত।" এরপর প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যেই ১০টা বন্দে ভারত ট্রেন লঞ্চ করা হয়ে গেল, বোঝা যাচ্ছে কত দ্রুত আমরা এগিয়ে চলেছি। আরও পড়ুন-গুজরাটে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেঘোরে প্রাণ হারাল তরুণী

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

মহারাষ্ট্রে আরও দুটি বন্দে ভারত ছুটতে চলেছে। মুম্বই-সাইনগর শিরডি ও মুম্বই-সোলাপুর। এই দুটি রুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করে মহারাষ্ট্রের বিভিন্ন জনপ্রিয় তীর্থক্ষেত্রে ভক্তদের যাতায়াতের সুবিধা করা, এবং মুম্বইয়ের সঙ্গে মহারাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়িক স্থানের রেল সংযোগ আরও মসৃণ করা। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণুব সহ রেলের শীর্ষ কর্তারা।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে দিল্লি-বারণসী রুটে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল।