Narendra Modi Varanasi: দেশে হাওয়া নিয়ে সংশয়ের মাঝে বারাণসীতে মোদী ঝড়, দেখুন ছবিতে

দেশে চারটে দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। ইসবার ৪০০ পাড় স্লোগান নিয়ে প্রচারে নামা বিজেপি এবার নরেন্দ্র মোদী ঝড় নিয়ে নজির গড়তে চাইছে।

Narenndra Modi. (Photo Credits: ANI)

দেশে চারটে দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। ইসবার ৪০০ পাড় স্লোগান নিয়ে প্রচারে নামা বিজেপি এবার নরেন্দ্র মোদী ঝড় নিয়ে নজির গড়তে চাইছে। কিন্তু প্রথম চারটে দফা ভোট মিটে গেলেও এবার মোদীকে নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের ছাড়া তেমন বড় উন্মাদনা চোখে পড়ছে না। বিজেপির মজবুত জায়গাগুলোতে ভোটদানের উতসাহও বেশ কম। তবে উত্তর প্রদেশের বারণসীতে প্রার্থী নরেন্দ্র মোদী পৌঁছতেই 'মোদী ঝড়'টের পাওয়া গেল। বারাণসীর রাস্তা দিয়ে মোদী প্রচারে বের হতেই শুধু মানুষের মাথা নজরে এল। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুডখোলা গাড়িতে পাশে নিয়ে মোদী যখন এগিয়ে চললেন, তখন তাঁকে নিয়ে দলীয় কর্মী, সাধারণ মানুষের একাংশের উচ্ছ্বাস বেশ নজর কাড়ল।

সেই অর্থে দু চারটি জনসভা, রোড শো বাদ দিলে চলতি লোকসভা নির্বাচনে এই প্রথম মোদী ঝড় টের পাওয়া গেল। আর সেটা পাওয়া গেল মোদীর নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে।

দেখুন ছবিতে

বারাণসীতে এবার রেকর্ড ভোটে জিতে হ্যাটট্রিকের লক্ষ্য নেমেছেন মোদী। মোদীর প্রতিপক্ষ ইউপি কংগ্রেসের সভাপতি অজয় রাই, বিএসপি-র আথার জামাল লারি। কমেডিয়ান শ্যাম রঙ্গিলা নির্দল প্রার্থী হয়ে দেশের প্রধানমন্ত্রী বিরুদ্ধে লড়ছেন। ২০১৪ লোকসভায় বারাণসীতে ৫৬ শতাংশ, ২০১৯-এ ৬৩ শতাংশ ভোট পেয়েছিলেন। এবার মোদীর লক্ষ্য বারাণসীতে ৭৫ শতাংশের বেশী ভোট পাওয়া

গত দুটি লোকসভা নির্বাচনে মোদীর জনসভাগুলিতে বিজেপি কর্মী-সমর্থকদের বাইরেও সাধারণ মানুষের উতসাহ চোখে পড়ার মত ছিল। তবে এবার ভোটযুদ্ধে নেমে তেমন বড় কোনও ইস্যুর অভাবে ভোগা বিজেপিকে মোদী হাওয়ার ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে।