Petrol & Diesel Price Hike: ফের আকাশছোঁয়া পেট্রোপণ্য, সোমবার দিল্লি মুম্বইতে কতোয় বিকোচ্ছে পেট্রোল ডিজেল?

 ফের বাড়ল জ্বালানি তেলের দাম (Petrol & Diesel Price Hike )। সপ্তাহের শুরুতেই রাজধানীতে ৪০ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেল।

Petrol Price Hike (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৪ এপ্রিল: ফের বাড়ল জ্বালানি তেলের দাম (Petrol & Diesel Price Hike )। সপ্তাহের শুরুতেই রাজধানীতে ৪০ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেল। নতুন দাম অনুসারে দিল্লিতে লিটার প্রতি পেট্রোল কিনতে গেলে খরচ পড়বে ১০৩ টাকা ৮১ পয়সা। সেখানে ১ লিটার লিজেলের মূল্য ৯৫ টাকা ৭ পয়সা।

পড়ুন টুইট

অন্যদিকে বাণিজ্যিক রাজধানী মুম্বইতে লিটারপ্রতি পেট্রোলের মূল্য বেড়েছে ৮৪ পয়সা। সেখানে ১ লিটার পেট্রোল কিনতে গেলে লাগছে ১১৮ টাকা ৮৩ পয়সা। ডিজেলে এদিন ৪৩ পয়সা লিটারে বেড়েছে। তাই মুম্বইতে আজ ১ লিটার ডিজেল কিনতে লাগছে  ১০১ টাকা ৭ পয়সা।



@endif