Gandhi Jayanti, Lal Bahadur Shastri Jayanti 2020 Wishes: আজ গান্ধী জয়ন্তী এবং লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তী ২০২০ উপলক্ষে টুইটে শ্রদ্ধার্ঘ্য জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী

আজ গান্ধী জয়ন্তী এবং লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তী। এই দিনটির উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দুই মহান নেতাদের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ জানান। আজ টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির জনক মহাত্মা গান্ধীর উক্তি উল্লেখ করে লেখেন,"সত্য, অহিংসা ও ভালবাসা সমাজে সম্প্রীতি ঘটায় এবং বিশ্ব কল্যাণের পথ সুগম করে।"

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: PTI, ANI)

নতুন দিল্লি, ২ অক্টোবর: আজ গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti) এবং লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তী (Lal Bahadur Shastri Jayanti)। এই দিনটির উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovibnd) দুই মহান নেতাদের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানান। আজ টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির জনক মহাত্মা গান্ধীর উক্তি উল্লেখ করে লেখেন,"সত্য, অহিংসা ও ভালবাসা সমাজে সম্প্রীতি ঘটায় এবং বিশ্ব কল্যাণের পথ সুগম করে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে টুইট করে লেখেন,"তাঁর জীবন এবং চন্তাভবনা থেকে আমাদের সত্যিই অনেক কিছুই শেখার আছে। তাঁর চিন্তাভাবনা আমাদের একটি সমৃদ্ধ ও মমতাময়ী ভারত গড়ে তুলতে পথ দেখাবে।" কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আজকের বিশেষ দিনটিতে গান্ধীজিকে স্মরণ করে টুইট করেন। তিনি লেখেন-"আমি পৃথিবীতে কাউকে ভয় পাব না। কারোর অন্যায়ের সামনে যেন না ঝুঁকতে হয়। আমি যেন অসত্যকে হারিয়ে সত্যের জয় আনতে পারি। অসত্যের বিরোধিতা করতে গিয়ে সমস্ত কষ্ট যেন সহ্য করতে পারি।.....গান্ধী জয়ন্তীর শুভকামনা।" পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রী জন্মবার্ষিকী উপলক্ষেও টুইট করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। আরও পড়ুন, গান্ধি জয়ন্তীর বিশেষ শুভেচ্ছাপত্র, ছবি, ওয়ালপেপারগুলি পাঠিয়ে শ্রদ্ধা জানান জাতির জনককে

 

 

 

প্রতি বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হয়। এটি ভারতের অন্যতম একটি জাতীয় সরকারি ছুটির দিন, এই দিনটি ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যথাযথ মর্যাদায় পালিত হয়।। সারা ভারত জুড়ে প্রার্থনা এবং শ্রদ্ধার মাধ্যমে গান্ধি জয়ন্তী পালিত হয়। বিশেষ করে নতুন দিল্লির রাজঘাটে, গান্ধির স্মৃতিস্তম্ভে, যেখানে তাঁকে দাহ করা হয়েছিল, সেখানে সকলে শ্রদ্ধা অর্পণ করে।