President Droupadi Murmu: আজ থেকে শুরু রাজ্যসভার অধিবেশন, সংসদের যৌথ অধিবেশনেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সংবিধানের ৮৭নং অনুচ্ছেদ অনুসারে, প্রতিটি লোকসভা নির্বাচনের পরে অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিকে সংসদের একটি যৌথ অধিবেশনে ভাষণ দিতে হয়। রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন।
আজ সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অষ্টাদশ লোকসভা গঠিত হওয়ার পর এটিই হবে সংসদে রাষ্ট্রপতির প্রথম অভিভাষন। রাজ্যসভার ২৬৪তম অধিবেশনও শুরু হচ্ছে আজ।নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলি রাষ্ট্রপতি উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি মুর্মু রাষ্ট্রপতি ভবন থেকে নিজের বিশেষ কনভয়ে সংসদে পৌঁছাবেন। পাশে থাকবে ঘোড়ায় চড়ে রাষ্ট্রপতির নিজস্ব দেহরক্ষীরা। সংসদ ভবনের গাজা দ্বারে প্রধানমন্ত্রী মোদী এবং লোকসভা ও রাজ্যসভার প্রিসাইডিং অফিসাররা তাকে অভ্যর্থনা জানাবেন যেখান থেকে তাকে ঐতিহ্যবাহী রাজদণ্ড 'সেঙ্গোল' এর নেতৃত্বে নিম্নকক্ষের কক্ষে তাঁকে নিয়ে যাওয়া হবে।
সংবিধানের ৮৭নং অনুচ্ছেদ অনুসারে, প্রতিটি লোকসভা নির্বাচনের পরে অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিকে সংসদের একটি যৌথ অধিবেশনে ভাষণ দিতে হয়। রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন।রাষ্ট্রপতির ভাষণের পর, ক্ষমতাসীন দল সংসদের উভয় কক্ষে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে যা সদস্যদের দ্বারা বিতর্কিত হবে। জানা গেছে প্রধানমন্ত্রী মোদী আগামী ২ ও ৩ জুলাই ধন্যবাদ প্রস্তাবের বিতর্কের উত্তর দেবেন।