President Droupadi Murmu: গাড়ি থেকে নেমে রাস্তার ধারে থাকা পড়ুয়া ও শিশুদের সঙ্গে কথা রাষ্ট্রপতির, দেখুন দ্রৌপদী মুর্মুর জঙ্গল ভ্রমণের ভিডিয়ো

শনিবার ওড়িশার বারিপদায় মহারাজা শ্রীরাম চন্দ্র ভাঞ্জা দেও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Photo Credits: ANI

বারিপদা: শনিবার ওড়িশার (Odisha) বারিপদায় (Baripada) মহারাজা শ্রীরাম চন্দ্র ভাঞ্জা দেও বিশ্ববিদ্যালয়ের (Maharaja Sriram Chandra Bhanja Deo University) সমাবর্তন উৎসবে (convocation) যোগ দিতে যাচ্ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Indian President Droupadi Murmu)। রাস্তা দিয়ে তাঁর কনভয় যাওয়ার সময় রাষ্ট্রপতির চোখে পড়ে দুধারে তাঁকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে প্রচুর পড়ুয়া (students) ও শিশু (children)। বিষয়টি দেখতে পেয়েই গাড়ি থেকে নেমে এসে তাদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাদের হাতে ক্যাডবেরিও তুলে দেন।

এছাড়াও ওড়িশার মূয়রভঞ্জ (Mayurbhanj) জেলায় অবস্থিত সিমলিপাল টাইগার রিজার্ভে (Similipal Tiger Reserve) ঘুরতে যান রাষ্ট্রপতি। সিমলিপাল টাইগার রিজার্ভ এমন একটি জায়গা যেখানে জীববৈচিত্র্য (biodiversity) ও প্রচুর বন্যপ্রাণী (wildlife) দেখতে পাওয়া যায়। পাশাপাশি এখানে দেখা মেলে কালো বাঘের (black tigers) মতো বিরল পশুরও। আরও পড়ুন: Assam CM On Uniform Civil Code: 'অভিন্ন দেওয়ানি বিধি চালু করবই', ভিডিয়োতে দেখুন কর্নাটকে প্রচারে গিয়ে আরও কী বললেন হিমন্ত বিশ্ব শর্মা

দেখুন ভিডিয়ো: