Pranab Mukherjee Health Update: প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক, ভেন্টিলেশন সাপোর্টে প্রাক্তন রাষ্ট্রপতি
শারীরিক অবস্থা সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর বয়স হয়েছে ৮৪। সোমবার নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে করোনা আক্রান্ত প্রণব মুখার্জি। দিল্লির সেনা হাসপাতালে ভরতি রয়েছেন। তাঁর পুত্র অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তিনি। তবে ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।
নতুন দিল্লি, ১১ অগস্ট: শারীরিক অবস্থা সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) প্রণব মুখার্জির (Pranab Mukherjee)। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর বয়স হয়েছে ৮৪। সোমবার নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে করোনা আক্রান্ত প্রণব মুখার্জি। দিল্লির সেনা হাসপাতালে ভরতি রয়েছেন। তাঁর পুত্র অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তিনি। তবে ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।
গতকাল টুইটে প্রণব মুখার্জি লেখেন, অন্য একটি প্রয়োজনে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁর করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি কোভিড পজিটিভ (COVID19 Positive)। করোনায় আক্রান্ত তিনি। নিজে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সবাইকে সাবধান থাকার অনুরোধ করেন প্রাক্তন রাষ্ট্রপতি। সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় ও নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেয়, সেজন্য অনুরোধ করেন তিনি। আরও পড়ুন, ১ টাকায় স্নাতকস্তরে ভর্তির ছাড়পত্র, করোনাকালে অভিনব সিদ্ধান্ত নৈহাটির আরবিসি কলেজ কর্তৃপক্ষের
এরপরই দুপুরে তাঁকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মস্তিষ্কে এক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। সোমবার রাতেই তাঁর ব্রেন সার্জারি হয়। অস্ত্রোপচার করে সেই জমাট বাঁধা রক্ত বের করে দেওয়া হয়। কিন্তু শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তারপরই তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।