Prajwal Revanna Sex Video: এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং ছেলের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ, দেখুন কী হচ্ছে
প্রজ্জ্বল রেভান্না এবং এইচ ডি রেভান্নার ডিপ ফেক ভিডিয়ো তৈরি করে ওই সেক্স টেপ বানানো হয়েছে। যার সঙ্গে সত্যের কোনও যোগ নেই। এইচ ডি দেবেগৌড়ার প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ছেলে এবং নাতিকে বদনাম করেই এই ধরনের মিথ্যে ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এমনই পালটা দাবি করা হচ্ছে রেভান্না পিতা-পুত্রের তরফে।
এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda) ছেলে এবং নাতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। কর্ণাটকে জনতা দল (সেকিউলার)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্নার Prajwal Revanna) বিরুদ্ধে তাঁর গৃহে কর্মরত এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। প্রজ্জ্বল রেভান্নার পাশাপাশি তাঁর বাবা তথা হোলেনারাসিপুরের বিধায়ক এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, যে মহিলা প্রজ্জ্বল রেভান্না এবং এইচ ডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি বলেন, তাঁদের বাড়িতে যে মহিলারা কাজ করেন গৃৃহকর্মের, তাঁদের যৌন হেনস্থা করেন পিতা, পুত্র।
যদিও প্রজ্জ্বল রেভান্না এবং এইচ ডি রেভান্নার ডিপ ফেক ভিডিয়ো তৈরি করে ওই সেক্স টেপ বানানো হয়েছে। যার সঙ্গে সত্যের কোনও যোগ নেই। এইচ ডি দেবেগৌড়ার প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ছেলে এবং নাতিকে বদনাম করেই এই ধরনের মিথ্যে ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এমনই পালটা দাবি করা হচ্ছে রেভান্না পিতা-পুত্রের তরফে।
প্রজ্জ্বল রেভান্নার বাড়িতে বিগত ৪ মাস ধরে কাজ করছিলেন যে মহিলা কর্মী, তাঁর বয়ান অনুযায়ী যা সামনে এসেছে,তা শুনে অনেকেই চমকে যান। অভিযোগকারিনীর দাবি, প্রজ্জ্বল রেভান্না বাড়িতে আসার পরই ভয় পেতেই সেখানকার মহিলা কর্মীরা। প্রজ্জ্বল তাঁকে একটি ঘরের ভিতরে নিয়ে যেতেন এবং বন্ধ করতেন। প্রজ্জ্বলের পাশাপাশি তাঁর বাবা এইচ ডি রেভান্নাও মহিলা কর্মীদের স্টোর রুমে নিয়ে যেতেন এবং যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ। এইচ ডি রেভান্নার স্ত্রী যখন বাড়িতে থাকতেন না, সেই সময় প্রাক্তন মন্ত্রী এই কুকর্ম করতেন বলে অভিযোগ।
অভিযোগ পাওয়ার পরই প্রজ্জ্বল এবং এইচ ডি রেভান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ।