Madhya Pradesh: গ্রাহকদের জমানো কোটি টাকা ব্যবহার করে আইপিএলে বাজি, সবটাই হারলেন পোস্টমাস্টার!

আইপিএল (IPL) ম্যাচের উপর বাজি (Betting) ধরে ১ কোটি টাকা হারলেন এক পোস্টমাস্টার (Postmaster)। যদিও তিনি নিজের টাকায় বাজি ধরেননি। কমপক্ষে ২৪টি পরিবারের ১ কোটি টাকা ফিক্সড ডিপোজিট (Fixed Deposits) ভেঙে তিনি বাজি ধরেন। আকাশ থেকে পড়ার মতো ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর (Sagar) জেলায়। সাগর জেলার একটি সাব পোস্ট অফিসে ১ কোটি টাকা জমা ছিল ২৪টি পরিবারের।

Image used for representational purpose | (Photo Credits: PTI)

ভোপাল, ২৫ মে: আইপিএল (IPL) ম্যাচের উপর বাজি (Betting) ধরে ১ কোটি টাকা হারলেন এক পোস্টমাস্টার (Postmaster)। যদিও তিনি নিজের টাকায় বাজি ধরেননি। কমপক্ষে ২৪টি পরিবারের ১ কোটি টাকা ফিক্সড ডিপোজিট (Fixed Deposits) ভেঙে তিনি বাজি ধরেন। আকাশ থেকে পড়ার মতো ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর (Sagar) জেলায়। সাগর জেলার একটি সাব পোস্ট অফিসে ১ কোটি টাকা জমা ছিল ২৪টি পরিবারের।

অভিযুক্ত পোস্টমাস্টার বিশাল আহিরওয়ারকে ২০ গ্রেফতার করে বিনা সরকারি রেল পুলিশ (জিআরপি)। পুলিশের কাছে বিশাল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। বিশাল জাল এফডি অ্যাকাউন্টের জন্য আসল পাসবুক ইস্যু করেছেন এবং গত ২ বছর ধরে পুরো টাকা আইপিএল ক্রিকেট ম্যাচের উপর বাজি ধরছিলেন। আরও পড়ুন: Coronavirus CasesIn India: দেশে নতুন কোভিড রোগী ২,১২৪ জন, একদিনে করোনার বলি ১৭

বিনা-জিআরপি থানার ইনচার্জ অজয় ধুরভে বলেছেন, "বিশাল আহিরওয়ারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৮ ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। আরও তদন্ত করা হচ্ছে, যাতে বেটিং চক্রের বাকিদের ধরা যায়।



@endif