Ankita Bhandari Murder Case: অঙ্কিতাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনল SIT

বহিষ্কৃত বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যর হাতে খুন হওয়া অঙ্কিতা ভাণ্ডারির (Ankita Bhandari Murder Case) দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এল।

Ankita Bhandari. (Photo credits: Twitter/IANS)

দেহরাদুরন, ২৭ সেপ্টেম্বর: বহিষ্কৃত  বিজেপি নেতা  বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যর হাতে খুন হওয়া অঙ্কিতা ভাণ্ডারির (Ankita Bhandari Murder Case) দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এল। রিপোর্টে বলা হয়েছে,  জলে ডুবিয়ে শ্বাসরোধ করে অঙ্কিতাকে হত্যা করা হয়েছে। আরও পড়ুন-School Student Feeds Lunch To His Special Friend: বিশেষ ক্ষমতা সম্পন্ন বন্ধুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে পড়ুয়া, ভাইরাল ভিডিও

উত্তরাখণ্ডের পাউরি জেলার একটি রিসর্টে  রিসেপশনিস্টের পদে কর্মরত অঙ্কিতা ভাণ্ডারি (১৯) বেশ কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যান। গত শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পুলকিত আর্যর রিসর্টে রিসেপশনিস্টের পদে কাজ করেও অতিথিদের 'বিশেষ ধরনের পরিষেবা' দিতে তিনি রাজি হননি। ঋষিকেস এইমসের চার চিকিৎসকের প্যানেল অঙ্কিতার দেহের ময়নাতদন্ত করে। সোমবার বিকেলে সেই ময়নাতদন্তের বিশদ তথ্য আসে SIT-এর হাতে।

রিসর্টে গিয়ে অঙ্কিতার সহকর্মীদের বয়ান নেওয়া হয়। এবারই এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পুলকিত আর্য-সহ তিনজনকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশেষ তদন্তকারী দল SIT।  আজই বিষয়টি নিয়ে আদালতে আবেদন করা হবে।



@endif