Yogi Launched WhatsApp Channel: জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা ! হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করলেন যোগী
জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
লখনউ: জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ (Direct communicate) করতে এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp channel) চালু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Yogi Adityanath)।
শনিবার চিফ মিনিস্টার অফিস, উত্তরপ্রদেশ (Chief Minister Office Uttar Pradesh), নামে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি চালু করে যোগী জানিয়েছেন, এর ফলে মানুষ সোজাসুজি মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যোগ করে তাঁদের প্রয়োজনের কথা বলতে পারবেন। ফলে সহজেই তাঁদের সমস্যার সমাধান সবথেকে তাড়াতাড়ি হওয়ার সুযোগ রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে খুব সহজেই জনতা তাঁদের চিন্তাভাবনা ও পরিকল্পনাগুলি মুখ্যমন্ত্রীর দফতরকে জানাতে পারবে।
উত্তরপ্রদেশের সরকারি এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে. মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য উত্তরপ্রদেশের ২৫ কোটি মানুষ হল একটি পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশ সরকার পরিবারের প্রতিটি সদস্যের মঙ্গলের জন্য পূর্ণ প্রতিশ্রুতির সঙ্গে কাজ করছে। যে মুখ্যমন্ত্রী মনে করেন যোগাযোগই হল গণতন্ত্রের আত্মা তাঁর সঙ্গে উত্তরপ্রদেশ পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সহজে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য খুব শক্তিশালী ও সহজ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে।
আরও উল্লেখ করা হয়েছে, নতুন ও প্রভাবিত করার এই মঞ্চটি জনকল্যাণমুখী ও সরকারি প্রকল্পগুলির তথ্য দেওয়ার পাশাপাশি সমস্যার দ্রুত সমাধান করারও চেষ্টা করবে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যেকোনও মানুষ এই চ্যানেলে যোগদান করতে পারবেন। এখানে মুখ্যমন্ত্রী দফতর থেকে সরকারি কাজ সম্পর্কে সোজাসুজি ও দ্রুত তথ্য পাওয়া যাবে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই প্রথম মুখ্যমন্ত্রী যিনি হোয়াটসঅ্য়াপ চ্যানেল খুলে অভিনব উপায়ে সাধারণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন। আরও পড়ুন: IAF's Surya Kiran Aerobatic Team: জয়পুরে চলছে বায়ুসেনার প্রদর্শনী, দেখুন অপূর্ব দৃশ্যের ভিডিয়ো