IPL Auction 2025 Live

হিন্দু মহাসভার আসল সভাপতি কে? চন্দ্রচূড়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ভিডিও বার্তা সুন্দর গিরি মহারাজের

একটি ভিডিও বার্তায় সুন্দর গিরি মহারাজ জানিয়েছেন, যাদবপুর কেন্দ্র-সহ রাজ্য তথা দেশের কোথাও প্রার্থী দেয়নি হিন্দু মহাসভা। ভোটে প্রার্থী হওয়া চন্দ্রচূড় গোস্বামীকে ঠগবাজ, প্রতারক বলেন তিনি।

Hindu Mahasabha President Video

আসন্ন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে না হিন্দু মহাসভা। তবে সম্প্রতি খবর আসে  আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)-র প্রার্থী হিসাবে ভোটে লড়তে চলেছেন সংগঠনের রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী। এই ঘটনা সামনে আসতেই এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে জানা গিয়েছে কিছুদিনের জন্য কার্যকরী সভাপতি থাকলেও চন্দ্রচূড় আদৌ রাজ্য সভাপতি নন। এমনকী  এই বিষয়ে মুখ খুলেছেন দীর্ঘদিন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতির দায়িত্বে থাকা স্বামী সুন্দর গিরি মহারাজ। একটি ভিডিও বার্তায় সুন্দর গিরি মহারাজ জানিয়েছেন, যাদবপুর কেন্দ্র-সহ রাজ্য তথা দেশের কোথাও প্রার্থী দেয়নি হিন্দু মহাসভা। ভোটে প্রার্থী হওয়া চন্দ্রচূড় গোস্বামীকে ঠগবাজ, প্রতারক বলেন তিনি। জানান, ২০২২ সালে সত্যিই কার্যকরী সভাপতির নিয়োগপত্র দেওয়া হয়েছিল চন্দ্রচূড়কে। যদিও অল্প দিনেই দেখা যায়, কায়েমি স্বার্থ সিদ্ধির জন্য হিন্দু মহাসভার আদর্শ ও নীতি বিরোধী কাজ করছেন চন্দ্রচূড়। এর পর তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এমনকী অখিল ভারতীয় হিন্দু মহাসভা কমিটি চন্দ্রচূড়কে চিরকালের জন্য নির্বাসিত করেছে, এর পরেও ভুয়ো পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন চন্দ্রচূড় গোস্বামী।

বিগত দুর্গোপুজোর সময় নিজেকে সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে টাকা তুলেছেন তিনি। এমনকী হিন্দু মহাসভার প্রার্থী করা হবে বলে টাকা তুলছেন বলে অভিযোগ করেছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি সুন্দর গিরি মহারাজ। তিনি আরও একবার স্পষ্ট করেন, অখিল ভারত হিন্দু মহাসভা ২০২৪-এর লোকসভা ভোটে শুধু রাজ্যে নয়, গোটা ভারতেই অংশগ্রহণ করছে না।