IPL Auction 2025 Live

West Bengal: 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়ায় বিজেপি বুথ সভাপতি নন্দ কিশোরকে মারধর,মাটিগাড়ায় বিজেপির বনধের ডাক

মাটিগাড়ায় বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর, তার পরিবার এবং অন্যান্য দলের কর্মীদের আক্রমণ করা হয়। হামলায় এক মহিলা-সহ ১০ জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। বর্তমানে সকলেই শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

BJP Bandh In Siliguri Photo Credit: Twitter@ANI

শিলিগুড়ির মাটিগাড়ায় আজ সকাল থেকে পালিত হচ্ছে বিজেপির ১২ ঘণ্টার বনধ। গত কাল (২৮ এপ্রিল, রবিবার) 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়ার জন্য দার্জিলিং লোকসভা কেন্দ্রের (Darjeeling Lok Sabha Constituency )অন্তর্গত মাটিগাড়ায়  বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর, তার পরিবার এবং অন্যান্য দলের কর্মীদের আক্রমণ করা হয়। হামলায় এক মহিলা-সহ ১০ জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। বর্তমানে সকলেই শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় নন্দ কিশোর ঠাকুর ছাড়াও রাজেশ যাদব, মনোজ পাসওয়ান, শুভ ঠাকুর, ফুল ঠাকুর, সঞ্জয় ঠাকুর, সঞ্জিব ঠাকুর জখম হয়েছেন।প্রতিবাদে গতকাল রাত ১টা পর্যন্ত মাটিগাড়া থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ভোট-পরবর্তী হিংসার এই  অভিযোগ (Post Poll Violence)সামনে আসতেই  ১২ ঘণ্টা বন‍ধের ডাক দিয়েছে বিজেপি।   বিজেপি নেতা মিঠুন প্রসানি অভিযোগ করেছেন, কর্মীদের উপর হামলার পর পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে ময়দানে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রথমে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছিল।পরে মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। 

বিজেপির বনধে মাটিগাড়া বাজার এলাকায় প্রভাব পড়েছে, বেশিরভাগ দোকান সকাল থেকে বন্ধ রয়েছে। বিজেপি নেতাদের দাবি স্থানীয় দোকানদারদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক। যে কোনও প্রকার অশান্তি এড়াতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।