Video: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'অশোভনীয় শব্দ প্রয়োগ' এর প্রতিবাদ, ছবিতে মধু খাইয়ে বিক্ষোভ কর্মসূচী বিজেপি যুবমোর্চার (দেখুন ভিডিও)

বিজেপি যুব নেতা ইন্দ্রনীল খান সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদীজির মতো একজন সম্মানিত নেতার বিষয়ে কথা বলেছেন আমরা তার নিন্দা জানাই। এই ঘটনা বাংলার সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে ।

BJYM Protest against CM Mamata bandyopadhyay Photo Credit: Twitter@BJP4Bengal

১০০ দিনের কাজের (MGNREGA) বকেয়ার দাবিতে ধর্না চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) করা অশোভনীয় ভাষা ব্যবহারের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার গতকাল এক প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছিল। সেই সমাবেশে এক অভিনব উপায়ে প্রতিবাদ জানানো হয়।বিজেপি সমর্থকরা প্রতীকীভাবে "তার ভাষা মিষ্টি" করার জন্য টিএমসি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিতে মধু খাইয়েছে। দেখুন সেই ছবি-

 মিছিলে বিজেপির যুব শাখার কর্মীরা বাংলা ভাষার ঐশ্বর্য সম্পর্কে মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা 'বর্ণপরিচয়'-এর অনুলিপিও বহন করছিলেন।বিজেপি যুব নেতা ইন্দ্রনীল খান সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদীজির মতো একজন সম্মানিত নেতার বিষয়ে কথা বলেছেন আমরা তার নিন্দা জানাই। এই ঘটনা বাংলার সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে । এই ঘটনা বিদ্যাসাগরের মতো আলোকিত ব্যক্তিদের আদর্শের বিরুদ্ধেও যায় যারা বাঙালিদের সমৃদ্ধ ভাষা দিয়ে দীক্ষা দেওয়ার জন্য 'বর্ণপরিচয়' চালু করেছিলেন। আমরা তাই  একটি প্রতীকী পদক্ষেপ হিসাবে মুখ্যমন্ত্রীর ঠোঁটে (ছবিতে) মধু খাওয়াচ্ছি".

পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজে (MGNREGA) বকেয়া তহবিল মুক্তির দাবিতে তার সাম্প্রতিক ধর্নার সময় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ।দেখুন কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -