Meenakashi Lekhi Attacks AAP: দুর্নীতি নিয়ে আপ-কে তোপ, ভিডিয়োতে শুনুন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির বক্তব্য

শনিবার সাংবাদিক বৈঠক করে দিল্লির আম আদমি পার্টির সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। রাজ্যে উন্নয়নের নামে আপ দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

Photo Credits: ANI

নয়াদিল্লি: শনিবার সাংবাদিক বৈঠক করে দিল্লির আম আদমি পার্টির সরকারকে (AAP Government) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি (Union Minister & BJP Leader Meenakashi Lekhi)। রাজ্যে উন্নয়নের নামে আপ দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

জল বোর্ডের প্রসঙ্গ উল্লেখ করেন মীনাক্ষী লেখি বলেন, "দিল্লি জল বোর্ড (Delhi Jal Board) ও ব্যাঙ্কের (bank) আর্থিক বিবৃতির (financial statements) মধ্যে ১৬৬ কোটি টাকার পার্থক্য (difference) রয়েছে। ওরা দাবি করছে যে ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেছে। কিন্তু, তাদের বক্তব্যের সঙ্গে ব্যাঙ্কের স্টেটমেন্টের মিল নেই। দিল্লি জল বোর্ড বিভিন্ন ক্ষেত্রে মোট ৩ হাজার ৭৫৩ কোটি টাকার দুর্নীতি (scam) করেছে। ২০১৭-১৮ আর্থিক বর্ষ থেকে ২০২২-২৩ আর্থিক বর্ষের মধ্যে ওরা যা কাজ করেছে তার বিস্তারিত রিপোর্ট নিখোঁজ। শেষ পর্যন্ত বিষয়টি হল, হায় তোবা, হায় আল্লা। কেজরিওয়াল নে কিয়া এক নয়া ঘোটলা।"

দেখুন ভিডিয়ো:

তিনি আরও বলেন, "আম আদমি পার্টি সমস্ত দুর্নীতিবাজদের যেখানে খুশি লুট করার স্বাধীনতা (liberty) দিয়েছে। ফলস্বরূপ, দিল্লির জনগণ ক্রমাগত প্রতারিত হচ্ছেন। এবারের এই কেলেঙ্কারিতে (scam) জল বোর্ডের বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, জল বোর্ডের উপভোক্তার সংখ্যা বেড়েছে। মিটার বেড়েছে এবং খরচও বেড়েছে। কিন্তু, আয় কমে গেছে। এফডিআরও উধাও। তাহলে টাকা গেল কোথায়? যখন শীলা দীক্ষিতের সরকার ছিল তখন আপ "ট্যাঙ্কার মাফিয়া" বলে চিৎকার করে ক্ষমতায় এসেছিল। সেই "ট্যাঙ্কার মাফিয়া" (tanker mafia) আজও কাজ করছে। কারণ তারা যেখানে জলের পাইপলাইন বসানো হয়নি সেখানে জলের ট্যাঙ্কারগুলি, ট্যাঙ্কার থেকে জল সরবরাহ করার জন্য জনগণের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে। এরকম বেশ কিছু এলাকা আছে যেখানে ট্যাঙ্কার মাফিয়াদের শক্তি কমেনি বরং বেড়েছে।" আরও পড়ুন: RBI: প্রয়াত রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমানন

দেখুন ভিডিয়ো:



@endif