Gajendra Singh Shekhawat Attacks Ashok Gehlot: কু-কথার বাজারে নতুন বিতর্ক! রাজস্থানের মুখ্যমন্ত্রীকে রাবণ বললেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী
রাজস্থানের চিতোরগড়ে বিজেপির জন আক্রোশ জনসভায় অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে রাজস্থানের রাজনীতির রাবণ বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
চিতোরগড়: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপের সঙ্গে তুলনা করে নতুন বিতর্ক তৈরি করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে। পরে তিনি অবশ্য ক্ষমাও চেয়ে নেন। চারিদিকে যখন এই বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে তার মাঝেই কর্নাটকের একজন বিজেপি বিধায়ক বাসানগৌড়া ইয়াতনাল ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে বিষকন্যা বলে উল্লেখ করেন। যা নিয়ে ফের বিতর্ক চলছিল।
এই নিয়ে রাজনৈতিক শোরগোলের মধ্যেই জানা গেল বৃহস্পতিবার রাজস্থানের (Rajasthan) চিতোরগড়ে (Chittorgarh) বিজেপির জন আক্রোশ জনসভায় (BJP's Jan Aakrosh rally) অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে (Rajasthan's CM Ashok Gehlot) রাজস্থানের রাজনীতির রাবণ (Ravana of Rajasthan's politics) বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Union Jal Shakti Minister Gajendra Singh Shekhawat)।
জনসভায় বক্তব্য রাখার সময় লাগাতার কংগ্রেস (Congress) ও অশোক গেহলট সরকারকে আক্রমণ করছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। বক্তব্যের একদম শেষদিকে এসে তিনি বলেন, "যদি আপনারা রাজস্থানের রাজনীতির রাবণ অশোক গেহলটকে শেষ করতে চান তাহলে নিজেদের হাত (arms) উপরে তুলুন। রাজস্থানে রাম রাজ্য (Ram Rajya) প্রতিষ্ঠার জন্য শপথ নিন (resolution)।"
পরে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে রাজস্থানের মুখ্যমন্ত্রীর ওএসডি লোকেশ শর্মা বলেন, "গজেন্দ্র সিং শেখাওয়াতজির এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয় (highly condemnable)। এই মন্তব্য করে আপনি শুধু মুখ্যমন্ত্রীকে নয় রাজস্থানের মানুষকে অপমান (insult) করেছেন। যাঁরা তাঁদের মুখ্যমন্ত্রীকে অকৃত্রিম ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। আসলে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন ও শিরদাঁড়া ভেঙে দেওয়া মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করে জনগণকে স্বস্তি দিচ্ছেন তা বিজেপি (BJP) সহ্য করতে পারছে না। তাদের হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছে।"