Amit Shah In Khammam: কংগ্রেসকে 4G party বলে কটাক্ষ, ভিডিয়োতে শুনুন খাম্মামের সভায় অমিত শাহের বক্তব্য
তেলাঙ্গানার খাম্মামের সভা থেকে কংগ্রেস ও রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতিকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।
খাম্মাম: তেলাঙ্গানার (Telangana) খাম্মামের (Khammam) সভা থেকে কংগ্রেস (Congress) ও রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতিকে (BRS) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ (Union Home Minister Amit Shah)। কংগ্রেসকে (Congress) ফোর জি (4G party) ও বিআরএসকে ২জি পার্টি (2G party) বলে কটাক্ষ করেন তিনি।
রবিবার বিকেলে খাম্মামের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, "কংগ্রেস পার্টি হল ফোর জি পার্টি যার মানে চার জেনারেশন বা প্রজন্মের দল (four generation party) (জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী)। আর বিআরএস হল টু জি পার্টি মানে টু জেনারেশন পার্টি (two generation party) (কেসিআর এবং পরে কেটিআর)। কিন্তু, এবার না টু জি জিতবে না ফোর জি জিতবে কারণ এবার তেলাঙ্গানায় ক্ষমতায় আসার সময় বিজেপির (BJP)।"
দেখুন ভিডিয়ো:
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে আক্রমণ করে তিনি আরও বলেন, "আমরা জানি যে কেসিআর (KCR) কেটিআরকে (KTR) রাজ্যের মুখ্যমন্ত্রী বানাতে চান। কিন্তু, এবার না কেসিআর না কেটিআর রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এই বার নির্বাচনে জিতে বিজেপির কেউ মুখ্যমন্ত্রীর আসনে বসবেন।"
দেখুন ভিডিয়ো:
মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ও কেসিআরের আঁতাতকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, "কেসিআর-এর দলের প্রতীক হল গাড়ি। এই গাড়ি ভদ্রাচলমে যায় কিন্তু রাম মন্দিরে যায় না কারণ গাড়ির স্টিয়ারিং ওয়াইসির হাতে।" আরও পড়ুন: Gujarat Drink-and-Drive Case: রাস্তায় অন্য গাড়িকে ধাক্কা, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার মত্ত চালিকার
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)