Tripura Assembly Election 2023: কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়ার জন্য ত্রিপুরায় ফের হারবে সিপিএম, দাবি অমিত শাহের

বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর স্বাস্থ্য বিমা ও প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল সরবরাহ করতে সক্ষম হয়েছে বলেও রবিবার দাবি করেন শাহ। গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, শৌচালয় তৈরি, বিনামূল্যে খাদ্য দেওয়া-সহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজ নরেন্দ্র মোদির সরকারের নেতৃত্বে ত্রিপুরায় মানিক সাহার সরকার দিয়েছে বলেও উল্লেখ করেন।

ফাইল ফটো

আগরতলা: কংগ্রেসের (Congress) সঙ্গে জোট করে ভোট লড়ার জন্য ত্রিপুরায় (Tripura) ফের হারবে সিপিএম (CPI(M))। রবিবার ত্রিপুরায় জনসভা করতে গিয়ে এই দাবিই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ (Union Home Minister Amit Shah)। কংগ্রেসের সঙ্গে জোট গড়ার মধ্যে দিয়েই ফের যে তারা এখানে হেরে যাবে তা একপ্রকার সিপিএম স্বীকার করে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ত্রিপুরার চণ্ডীপুর বিধানসভায় বিজয় সংকল্প যাত্রা করতে গিয়ে অমিত শাহ বলেন, "কংগ্রেস আর সিপিএম জোট করে ভোটে নেমে এটা প্রমাণ করে দিয়েছে যে তারা এই নির্বাচনে হারছে। ওরা কেউই একা বিজেপির মোকাবিলা করতে পারবে না। কংগ্রেসের লজ্জা লাগা উচিত যে সিপিএম একসময়ে তাদের অসংখ্য কর্মী ও সদস্যকে খুন করেছে আজ তাদের সঙ্গেই জোট করেছে। তারা ত্রিপুরা মোধাকেও ঠকিয়েছে।"

বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর স্বাস্থ্য বিমা ও প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল সরবরাহ করতে সক্ষম হয়েছে বলেও রবিবার দাবি করেন শাহ। গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, শৌচালয় তৈরি, বিনামূল্যে খাদ্য দেওয়া-সহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজ নরেন্দ্র মোদির সরকারের নেতৃত্বে ত্রিপুরায় মানিক সাহার সরকার দিয়েছে বলেও উল্লেখ করেন।