Amit Shah On No Confidence Motion Debate: অনাস্থা প্রস্তাব বিতর্কে কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র আক্রমণ, ভিডিয়োতে দেখুন লোকসভায় কী বললেন অমিত শাহ

বুধবার বিকেলে লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও বিরোধী সাংসদদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Photo Credits: ANI

নয়াদিল্লি: বুধবার বিকেলে লোকসভায় (Lok Sabha) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বিতর্কে (no confidence motion debate) বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস (Congress) ও বিরোধী সাংসদদের (Opposition MPs) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। দেশের মানুষকে বিভ্রমে (delusion) ফেলার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে (politically motivated) লোকসভায় এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "দেশে প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের বিরুদ্ধে কোনও অনাস্থা নেই। সাধারণ মানুষকে বিভ্রমে ফেলার জন্যই শুধুমাত্র এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এই অনাস্থা প্রস্তাব দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির আসল চরিত্র (real character) তুলে ধরবে। ইউপিএ (UPA)-র চরিত্র হল তাদের সরকার বাঁচাতে দুর্নীতিতে লিপ্ত হওয়া। স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী মোদির সরকারই দেশের বেশিরভাগ মানুষের ভরসা অর্জন করতে সক্ষম হয়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হলে সবচেয়ে জনপ্রিয় নেতা। দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রধানমন্ত্রী। তিনি কোনও ছুটি না নিয়েই একদিনে একটানা ১৭ ঘণ্টা কাজ করেন। মানুষ তাঁকে বিশ্বাসও করেন।"

তিনি আরও বলেন, "এই অনাস্থা প্রস্তাব যেহুতু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তাই এই সরকার কী কী কাজ করেছে তা উল্লেখ করছি আমি। ইউপিএ খালি বলে যে তারা কৃষকদের ঋণ মকুব করেছে। কিন্তু, আমরা শুধুমাত্র ঋণ মকুব করাতে বিশ্বাস করি না। আমরা এমন একটি প্রক্রিয়া গড়তে তুলতে চাই যেখানে একজন মানুষের ঋণ নেওয়ার দরকারই হবে না। আমরা কৃষকদের যা দিয়েছি তা বিনামূল্যে নয়, কিন্তু আমরা তাঁদের স্বয়ংসম্পূর্ণ করে তুলেছি।"

দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতিকে প্রধানমন্ত্রী নির্মূল করেছেন দাবি করে অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রী মোদির সরকার কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে এবং রাজবংশ ও দুর্নীতির অবসান ঘটিয়েছে।  ইউপিএ-র চরিত্র হল ক্ষমতা রক্ষা করা কিন্তু, এনডিএ নীতি রক্ষার জন্য লড়াই করে।" আরও পড়ুন: Bike Danger Accident Video: লখনউয়ের রাস্তায় দুটি বাইকের মধ্যে প্রচন্ড সংঘর্ষ, পায়ে গুরুতর চোট ষাটোর্দ্ধ ব্যক্তির (দেখুন ভিডিও)

দেখুন ভিডিয়ো: