Amit Shah Attacks Nitish Kumar: প্রধানমন্ত্রী হওয়ার জন্য লালুর কোলে বসে সনিয়া গান্ধীর আশ্রয় চাইছেন নীতীশ, কটাক্ষ অমিত শাহের

বিহারের মুখ্যমন্ত্রী এতটাই ক্ষমতালোভী হয়ে গেছেন যে বর্তমানে তিনি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর আশ্রয়ে থেকে প্রধানমন্ত্রী হতে চাইছেন।

পাটনা: বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) এতটাই ক্ষমতালোভী হয়ে গেছেন যে বর্তমানে তিনি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর (Congress Leader Sonia Gandhi) আশ্রয়ে (shelter) থেকে প্রধানমন্ত্রী (Prime minister) হতে চাইছেন। শনিবার পাটনার (Patna) সভা থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kunar) বিরুদ্ধে তীব্র আক্রমণ করে এই মন্তব্যই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Miniater Amit Shah)।

শনিবার পাটনায় স্বামী সহজানন্দ সরস্বতীজি (Swami Shjananand Saraswati ji)-র জন্মজয়ন্তী উপলক্ষে বিহারের রাজধানীতে কিষান-মজদুর সঙ্গম (Kisan-Majdoor Samagam) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, "নীতীশ কুমার যিনি সারাজীবন কংগ্রেসের (Congress) বিরোধিতা (opposing) করে গেছেন আজকে তিনিই শুধুমাত্র প্রধানমন্ত্রী পদের জন্য সনিয়া গান্ধীর দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয় রাজনৈতিক জীবনের চিরশত্রু আরজেডি নেতা (RJD leader) লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কোলও (Lap) উঠে পড়েছে প্রধানমন্ত্রী হওয়ার আশায়।"

এরপর তিনি বলেন, "নীতীশ কুমার একসময়ে জনতা পার্টি ভেঙেছিলেন লালু যাদবের জাতপাতের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু, আজকে তিনি প্রধানমন্ত্রীর পদের জন্য লালুপ্রশাদের কোলে উঠে বসেছেন।"

প্রধানমন্ত্রীর প্রশংসা করে অমিত শাহ আরও বলেন, "স্বামী সহজানন্দ কৃষক ও শ্রমিকদের জন্য যে চিন্তা করেছিলেন একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই তা পূরণ করতে পারবেন না।" আরও পড়ুন: নীতীশ প্রামাণিকের কনভয়ে হামলার তীব্র নিন্দা শুভেন্দুর, কেন্দ্রের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now