Amit Shah Attacks Hemant Soren: ঝাড়খণ্ডের সরকার আদিবাসী বিরোধী, অভিযোগ অমিত শাহের
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হলেও তাঁর সরকার আদিবাসী বিরোধী। শনিবার ঝাড়খণ্ডের চাঁইবাসায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
চাঁইবাসা: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) আদিবাসী সম্প্রদায়ের (tribal) মানুষ হলেও তাঁর সরকার (Government) আদিবাসী বিরোধী (anti-tribal)। শনিবার ঝাড়খণ্ডের (Jharkhand) চাঁইবাসায় (Chaibasa) আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। তীব্র ভাষায় সমালোচনা করলেন হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারের।
চাঁইবাসার জনসভা থেকে অমিত শাহ বলেন, "এই রাজ্যের মুখ্যমন্ত্রী (হেমন্ত সোরেন) এক আদিবাসী সম্প্রদায়ের (tribal community) একজন মানুষ। কিন্তু, এই সরকার আদিবাসী বিরোধী। তাদের শাসনকালে দুর্নীতি চরম শিখরে উঠেছে। এই সময়টা হল মধ্যসত্ত্বভোগী ও আদিবাসীদের জমি দখলকারীদের সময়। এখন এখানে যুবক-যুবতীরা চাকরির নামে প্রতারিত হয়। পড়াশোনার নামে ধোঁকাবাজির শিকার হয় শিশুরা। আর উন্নয়নমূলক প্রকল্পের নামে ঠকানো হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষকে।"
এরপরই ঝাড়খণ্ডে বিজেপির সরকার থাকাকালীন রাজ্যের কতটা উন্নয়ন হয়েছিল সেই বিষয় তুলে ধরেন তিনি। এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যখন রঘুবর দাস (Raghubar Das) পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন তখন আমাদের সরকার শিক্ষা, রাস্তা ও বিদ্যুতের প্রকল্প চালু করেছিল। কিন্তু, তারপর যে সরকার এল তারা ঝাড়খণ্ডকে ধ্বংস করে দিল। যে দাবি-দাওয়া পূরণের জন্য অটলজী ঝাড়খণ্ডকে বিহার থেকে আলাদা করেছিল হেমন্ত সোরেনের সরকার কি মানুষের সেই চাহিদা পূরণ করেছে?"