Tripura Assembly polls: ত্রিপুরার নির্বাচন, কে কোথায় কত ভোটে এগিয়ে দেখে নিন

৩৩৭ ভোটে এগিয়ে রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

Photo Credit ANI

শুরু হয়ে গেছে ত্রিপুরার ভোটের গননা। এই মূহূর্তে পাওয়া খবর অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে ২৬ টি আসনে, সিপিআই এম রয়েছে ১২ টি এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ৬ টিতে।

আগরতলার কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন বিজেপির পাপিয়া দত্তের থেকে ৩৬৬৮ ভোটে এগিয়ে রয়েছে।

মুখ্যমন্ত্রী মানিক সাহা এই মূহূর্তে ৩৩৭ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের থেকে। ত্রিপুরায় ২১ টি কাউন্টারে ভোট গননা চলছে। এর জন্য ৬০ টি অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

গননা কেন্দ্রের বাইরে ও ভেতরে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ত্রিপুরা বিদানসভা নির্বাচনে ৬০ টি আসন। আর এক্সিট পোলের হিসেবে আবারও বিজেপির কাছে ফিরতে পারে জনতার রায়। মোট ৫৫ টি কেন্দ্র থেকে নিজেদের প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি। তারই সঙ্গী দল হিসেবে আই পিএফপি ৬ টি আসনে প্রার্থী দাঁড় করিয়েছে।

এর আগে ২০১৮ তে ৩৬ টি আসনে জিতে ৪৩.৫৯ ভোট এনেছিল বিজেপি। সিপিআইএম জিতেছিল ৪২.২২ শতাংশ ভোট।আইপিএফটি জিতেছিল ৮ টি সিট।

ত্রিপুরায় সিপিআইএম চার দশকেরও বেশি ক্ষমতায় থেকেছে। মাধখানে কংগ্রেসও ছিল ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত।কিন্তু বর্তমানে বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে দুই দলই এখন একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে।