BSP Spokesperson Sudhindra Bhadoria: দিল্লির হিংসার নেপথ্য যারা তাদের কঠোর হাতে দমন করতে হবে, বললেন বিএসপি মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া

উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় মৃত ৩৮ জনের পরিবারের প্রতি এবার উদ্বেগ প্রকাশ করলেন বিএসপি-র মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া (BSP Spokesperson Sudhindra Bhadoria)। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে শুধু অভিযোগ দায়ের করলেই হবে না, কঠোর শাস্তির ব্যবস্থাও করতে হবে। তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজধানীতে হিংসার ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহতের সংখ্যা শতাধিক। কয়েকশো কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আমি মনে করি এই মুহূর্তে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ করা উচিত। শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখতে হবে। যারে এই ঘটনায় দায়ি তাদের কঠোর হাতে দমন করতে হবে।”

সুধান্দ্র ভাদোরিয়া(Photo CRedits: ANI)

নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় মৃত ৩৮ জনের পরিবারের প্রতি এবার উদ্বেগ প্রকাশ করলেন বিএসপি-র মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া (BSP Spokesperson Sudhindra Bhadoria)। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে শুধু অভিযোগ দায়ের করলেই হবে না, কঠোর শাস্তির ব্যবস্থাও করতে হবে। তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজধানীতে হিংসার ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহতের সংখ্যা শতাধিক। কয়েকশো কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আমি মনে করি এই মুহূর্তে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ করা উচিত। শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখতে হবে। যারে এই ঘটনায় দায়ি তাদের কঠোর হাতে দমন করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি মনে করি এখনই শান্তি শৃঙ্খলা বজায় রাখার সময়। এবং আইনের কাছে প্রত্যেকেই সমান। দিল্লির অপরাধ দমন শাখা বিশেষ তদন্তকারী দল গঠন করে হিংসার তদন্তে নেমেছে। যখন প্রথম সংঘর্ষের ঘটনা ঘটল তখনই পুলিশের পদক্ষেপ করা উচিত ছিল। তবে তদন্ত যখন শুরু হয়েছে তখন রিপোর্ট তাড়াতাড়ি আসাই শ্রেয়।” আরও পড়ুন-New Police Commissioner Of Delhi: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লির কমিশনার পদে বসতে চলেছেন এসএন শ্রীবাস্তব, বিবৃতি দিল স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র

দিল্লির হিংসার ঘটনায় পুলিশকেই দোষারোপ করছে বিভিন্ন মহল। বাদ যায়নি সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টও। এমতাবস্থায় দিল্লির পুলিশ কমিশনারের পদ থেকে অব্যাহতি মিলতে চলেছে  অমূল্য পট্টনায়েকের। তাঁর জায়গায় আসছেন এসএন শ্রীবাস্তব। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ছাড়পত্র মেলায় কমিশনার পদের (Police Commissioner) হাতবদল নিশ্চিত হল। দিল্লি বিধানসভা নির্বাচনের কারণে অমূল্য পট্টনায়েকের অবসর স্থগিত ছিল। গত ১১ ফেব্রুয়ারি তাঁর চাকরির মেয়াদ ফুরিয়েছে। আগামী কাল তিনি অবসর নিচ্ছেন। এক কথা জটিল সময়ে রাজধানীর পুলিশ কমিশনারের পদে বসতে চলেছেন এসএন শ্রীবাস্তব। ইতিমধ্যেই উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। এই হিংয়ার ঘটনায় জড়িত সন্দেহে ১০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১টি এফআইআর দায়ের হয়েছে।