Arvind Kejriwal Swearing-In Ceremony: রবিবার রামলীলা ময়দানে তৃতীয় বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ অরবিন্দ কেজরিওয়ালের
দিল্লিতে প্যাহলে আপ। ভারতীয় রাজনীতির মাফলার ম্যান হ্যাটট্রিক করে ফেললেন। বিজেপিকে একবারে ঝাড়ু মেরে রাজধানীর সীমানা পার করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির জনতা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, ধর্মকে ধারেকাছেও ঘেঁষতে দেয়নি। শাহিন বাগের কারেন্ট খেয়ে বিজেপি একেবারে চুপ, টুঁ শব্দ করার সুযোগ পায়নি। এবার তো অরবিন্দ কেজরিওয়ালের নয়া ইনিংস শুরুর সময় হয়ে এল। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন কেজরিওয়াল (Arvind Kejriwal Swearing-In Ceremony)। বুধবার সাতসকালেই এজন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সঙ্গে সাক্ষাৎপর্বও সেরেছেন তিনি। ২০২০-র বিধানসভা নির্বাচনে দিল্লিতে অভাবনীয় জয় পেয়েছেন কেজরিওয়াল।
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: দিল্লিতে প্যাহলে আপ। ভারতীয় রাজনীতির মাফলার ম্যান হ্যাটট্রিক করে ফেললেন। বিজেপিকে একবারে ঝাড়ু মেরে রাজধানীর সীমানা পার করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির জনতা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, ধর্মকে ধারেকাছেও ঘেঁষতে দেয়নি। শাহিন বাগের কারেন্ট খেয়ে বিজেপি একেবারে চুপ, টুঁ শব্দ করার সুযোগ পায়নি। এবার তো অরবিন্দ কেজরিওয়ালের নয়া ইনিংস শুরুর সময় হয়ে এল। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন কেজরিওয়াল (Arvind Kejriwal Swearing-In Ceremony)। বুধবার সাতসকালেই এজন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সঙ্গে সাক্ষাৎপর্বও সেরেছেন তিনি। ২০২০-র বিধানসভা নির্বাচনে দিল্লিতে অভাবনীয় জয় পেয়েছেন কেজরিওয়াল।
৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি তে আপের জয় সুনিশ্চিত হয়েছে। কেজরিওয়াল নিজে, সঙ্গে উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, অতিশি ও রাঘব চাড্ডা জয়ীদের তালিকার শীর্ষে রয়েছেন। জয়ের খবর নিশ্চিত হওয়ার পরেই তাঁর প্রতি আস্থা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানান কেজরিওয়াল। শিক্ষা ও স্বাস্থ্য খাতে দিল্লির ভূতপূর্ব সরকার যে কাজ করেছে চলতি বিধানসভা নির্বাচনে আপের প্রচারে তাইই মুখ্য ভূমিকা নেয়। এদিকে এই নির্বাচনে অনেক আশা করেছিল বিজেপি। ভেবেছিল সিএএ বিরোধী হাওয়ায় তারা লাভবান হবে। এই আইন যে ব্যুমেরাং বিজেপিরই ডানা ছাঁটবে তা ঘুণাক্ষরেও টের পায়নি গেরুয়া শিবির। তাইতো ১১ তারিখ বিকেলেই শাহিন বাগ ফাঁকা করার হুমকি থেকে শুরু করে টুকরে গ্যাংয়ের তত্ত্ব এমনকী, প্রতিবাদীদের গুলি করে চুপ করানোর পন্থাও বাতলে দিয়েছিল। ফল হল উল্টো শাহিন বাগের কারেন্টে দিশেহারা হয়ে রাজধানীতে মুখ থুবরে পড়ল বিজেপি। আরও পড়ুন-Sharmistha Mukherjee Hits Out At P Chidambaram: ‘আপের জয়ে আহ্লাদ না করে কংগ্রেস দলটাকেই হিমঘরে পাঠিয়ে দিন’, কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে শর্মিষ্ঠা মুখার্জির তোপ পি চিদাম্বরমকে
“দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির ধর্মীয় মেরুকরণের বিপজ্জনক রাজনীতি পরাজিত হয়েছে। বিজেপির ভয়ঙ্কর অ্যাজেন্ডার বিরুদ্ধে ভোট দিয়েছেন দিল্লির বাসিন্দারা। আম আদমি পার্টির এই জয় এককথায় দুর্দান্ত। দিল্লির বাসিন্দারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তাঁদের স্যালুট।” আপের জয়ে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন চিদাম্বরম।