Parliament Security On Alert: ভুল করে বুম ব্যারিয়ারে ধাক্কা, সংসদ চত্বরে ফাঁসল বিজেপি নেতার গাড়ির চাকা (দেখুন ভিডিও)
বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেপরেই সংসদের (Parliament) এক নম্বর গেটের নিরাপত্তা বেষ্টনী আরও সক্রিয় হয়ে ওঠে। এরপরেই সংসদের প্রধান প্রবেশ দ্বারের বাইরের বুম ব্যারিয়ারগুলি অটোমেটিক চালু হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি আচমকাই সেই বুম ব্যারিয়ার ছুঁতেই টায়ার ফেঁসে যায়। গত বছরে একই ঘটনা ঘটেছিল সংসদের বাইরে। কংগ্রেসের মণিপুরের সাংসদ ডক্টর থোকচম ম্যানিয়ারি গাড়ি ব্যারিকেডে ধাক্কা মারতেই সংসদের নিরাপত্তা বলয় সক্রিয় হয়ে ওঠে। আর একই ঘটনা ঘটে। ২০১৮-র ডিসেম্বরেও একটি ট্যাক্সি সংসদের গেটে ঢুকে পড়ে ব্যারিকেডে ধাক্কা মারায়, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
নতুন দিল্লি, ৩ মার্চ: বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেপরেই সংসদের (Parliament) এক নম্বর গেটের নিরাপত্তা বেষ্টনী আরও সক্রিয় হয়ে ওঠে। এরপরেই সংসদের প্রধান প্রবেশ দ্বারের বাইরের বুম ব্যারিয়ারগুলি অটোমেটিক চালু হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি আচমকাই সেই বুম ব্যারিয়ার ছুঁতেই টায়ার ফেঁসে যায়। গত বছরে একই ঘটনা ঘটেছিল সংসদের বাইরে। কংগ্রেসের মণিপুরের সাংসদ ডক্টর থোকচম ম্যানিয়ারি গাড়ি ব্যারিকেডে ধাক্কা মারতেই সংসদের নিরাপত্তা বলয় সক্রিয় হয়ে ওঠে। আর একই ঘটনা ঘটে। ২০১৮-র ডিসেম্বরেও একটি ট্যাক্সি সংসদের গেটে ঢুকে পড়ে ব্যারিকেডে ধাক্কা মারায়, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
গতমাসেই রাজ্যসবার এক নিরাপত্তা আধিকারিক সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের নিয়ে আপত্তিজনক পোস্ট করায়, তাঁকে তাঁর পদ থেকে বহিষ্কৃত করা হয়। একেবারে ডিমোশন যাকে বলে। আধিকারিক থেকে সামান্য নিরাপত্তা কর্মীর পদে ফিরিয়ে আনা হয়। আগামী পাঁচ বছর শাস্তি স্বরূপ সেই পদেই তাঁকে বহাল থাকতে হবে। এর মধ্যে তিনি চাকরিতে ইস্তফাও দিতে পারবেন না যদি চান। ২০০১ সালে হামলার পর থেকেই সংসদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে পেলা হয়েছে সংসদ চত্বর। সেই হামলায় এক সঙ্গে নয় জনের মৃত্যুর পরেই নিরাপত্তার আমূল বদল করা হয়।