KCR On Dalits Issue: দলিত সম্প্রদায়ের দুরাবস্থা নিয়ে কেন্দ্রকে তোপ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর, ভিডিয়োতে দেখুন কী বললেন কেসিআর
বিজেপির মস্তিষ্ক হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আতুঁড়ঘর মহারাষ্ট্রের নাগপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতে দলিত সম্প্রদায়ের মানুষদের দুরাবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির সভাপতি কে চন্দ্রশেখর রাও।
নাগপুর: বিজেপির (BJP) মস্তিষ্ক হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) আতুঁড়ঘর মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে (Nagpur) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতে (India) দলিত সম্প্রদায়ের মানুষদের দুরাবস্থার (bad condition) জন্য কেন্দ্রীয় সরকারকে (Central Government) দায়ী করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির সভাপতি কে চন্দ্রশেখর রাও (Telangana CM and BRS president K Chandrashekar Rao)। তীব্র আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফরকেও কটাক্ষ করলেন তিনি।
এপ্রসঙ্গে কে চন্দ্রশেখর রাও বলেন, "দেশে দলিত সম্প্রদায়ের মানুষরা কী অবস্থায় (condition of Dalits) রয়েছেন? যতদিন পর্যন্ত না দলিতদের দারিদ্র্য (poverty) দূর হচ্ছে এবং তাঁদের উপর নৃশংস অত্যাচারের (atrocities) ঘটনা বন্ধ হচ্ছে ততদিন আমাদের মুখ (faces) থেকে দাগ (blot) যাবে না। আমেরিকায় সাদা চামড়ার মানুষরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলেছেন। একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমেরিকা (USA) বারাক ওবামাকে (Barack Obama) প্রেসিডেন্ট (President) বানিয়ে নিজেদের পাপ (sin) ধুয়ে ফেলেছে (washed off )। যতদিন পর্যন্ত দলিতদের পদদলিত (oppressed) করে রাখা হবে ততদিন পর্যন্ত আমরা শান্তি পাব না। আর কতদিন উপজাতি সম্প্রদায়ের (tribals) মানুষরা তাঁদের ন্যায্য অধিকার (rights) থেকে বঞ্চিত থাকবেন? যতক্ষণ দেশ (country) ও তার আদর্শে (ideology) পরিবর্তন (change) হচ্ছে ততক্ষণ কিছুই হবে না। কেবলমাত্র নির্বাচন (elections) আসবে আর যাবে এবং নাটক (drama) চলতেই থাকবে।" আরও পড়ুন: Cyclone Biparjoy: ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হতেই হাজির NDRF, জলমগ্ন দ্বারকা থেকে উদ্ধার ৭২ জনকে
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)