Ashok Gehlot Slams Sachin Pilot: ‘সুন্দর চেহারা আর অনর্গল ইংরেজি বলাটাই রাজনীতিতে সব নয়’, ফের শচিন পাইলটকে কটাক্ষ অশোক গেহলটের
সুন্দর দেখতে হলে আর ইংরেজিতে বক বক করতে পারলেই রাজনীতিতে নাম করা যায় না। সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলটকে ফের কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শচিন পাইলট। দলীয় মতাদর্শ ও নীতিকে অপমান করেছেন। রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন শচিন পাইলট। একেবারে হু হু করে ক্ষোভ উগরে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। বললেন, “সুন্দর চেহারা নিয়ে ঝরঝরে ইংরেজিতে ভাল বক্তব্য দেওয়াটাই রাজনীতিতে সব নয়। দেশের জন্য তোমার হৃদয়ে কী রয়েছে, রাজনৈতিক দলের মতাদর্শ, দলের প্রতি প্রতিশ্রুতি সেগুলোও সিংহভাগ জায়গা দখল করে আছে।”
জয়পুর, ১৫ জুলাই: সুন্দর দেখতে হলে আর ইংরেজিতে বক বক করতে পারলেই রাজনীতিতে নাম করা যায় না। সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলটকে ফের কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শচিন পাইলট। দলীয় মতাদর্শ ও নীতিকে অপমান করেছেন। রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন শচিন পাইলট। একেবারে হু হু করে ক্ষোভ উগরে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। বললেন, “সুন্দর চেহারা নিয়ে ঝরঝরে ইংরেজিতে ভাল বক্তব্য দেওয়াটাই রাজনীতিতে সব নয়। দেশের জন্য তোমার হৃদয়ে কী রয়েছে, রাজনৈতিক দলের মতাদর্শ, দলের প্রতি প্রতিশ্রুতি সেগুলোও সিংহভাগ জায়গা দখল করে আছে।” আরও পড়ুন-BJP Leader Abducted In Kashmir: কাশ্মীরে অপহৃত বিজেপি নেতা, বাড়ি থেকে তুলে নিয়ে গেল জঙ্গিরা
অশোক গেহলটের বক্তব্যের পরেই কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা বলেন, “গত ১৬ বছর ধরে দল শচিন পাইলটের রাজনৈতিক কেরিয়ারকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা সবসময় তাঁকে উৎসাহ দিয়েছি। ২৬ বছর বয়সে কংগ্রেস তাঁকে লোকসভার টিকিট দিয়েছে। ৩১ বছর বয়সে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর পদ। ৩৫ বছর বয়সে রাজস্থান কংগ্রেসের সভাপতিত্ব পেয়েছেন শচিন পাইলট। তবে তাঁর বিজেপিতে যোগ না দেওয়ার খবরে স্বস্তি বোধ করেছে দল। এরপরও তিনি যদি নিজের সঙ্গী বিধায়কদের নিয়ে দলে ফিরতে চান, তাহলে ফিরতে পারেন। শচিন পাইলটের জন্য কংগ্রেসের দরজা সবসময় খোলা আছে। আমরা তাঁর বিবৃতি দেখেছি। যদি বিজেপিতে যোগ দেওয়া শচিন পাইলটেপ লক্ষ্য না হয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব হরিয়ানার গেরুয়া শিবিরের আশ্রয় ছেড়ে তাঁকে চলে আসতে হবে। বিজেপির সঙ্গে সমস্ত বার্তালাপ বন্ধ করে জয়পুরে নিজের বাড়িতে ফিরে আসুন শচিন পাইলট”